এইদিন স্পোর্টস নিউজ,২৫ নভেম্বর : রবি ও সোমবার- দু’দিন সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫-এর মেগা নিলাম। গত বছর অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। নিলামপর্ব। নিলামের প্রথম দিন রবিবার ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, আর্শদীপ সিং, যুযবেন্দ্র চাহাল, মিচেল স্টার্ক, মহম্মদ সামি, মহম্মদ সিরাজের মতো ক্রিকেটাদের নিলামে তোলা হয় । ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত ইতিহাস সৃষ্টি করেছেন এবং আইপিএল ২০২৫ নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন। লখনউ সুপারজায়ান্টস তাকে ২৭ কোটি টাকায় কিনেছে। ২০১৬ সালে আইপিএলে অভিষেক হওয়া পান্ত এখন পর্যন্ত ১১১ ম্যাচে ৩২৮৪ রান করেছেন। অন্যদিকে পাঞ্জাব কিংস মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকাতে তাদের দলের অংশ করেছে। শ্রেয়াসই একমাত্র অধিনায়ক যিনি দুটি ভিন্ন দলের সঙ্গে আইপিএল ফাইনাল খেলেছেন। ১১৬ ম্যাচে তিনি ৩১২৭ রান করেছেন ।
তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক, যাকে আইপিএল ২০২৪ এর নিলামে কলকাতা নাইট রাইডার্স ২৪.৭৫ কোটি টাকায় কিনেছিল। স্টার্ক সেই মৌসুমে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন এবং প্লে অফে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন, কিন্তু ২০২৫ সালে দল তাকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এবার তাকে ১১.৭৫ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।
এছাড়া, মহম্মদ সিরাজকে ১২.২৫ কোটি টাকায় গুজরাট টাইটানস, কেএল রাহুলক ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস কিনেছে । আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল- দুজনকেই ১৮ কোটিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। জস বাটলার যোগ দিলেন গুজরাট টাইটানসে। তিনি পাবেন ১৫.৭৫ কোটি টাকা ।।