সঞ্জয় মণ্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ মার্চ : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নাসিগ্রামের একটি পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেলে বর্ধমান থেকে একটি চার চাকা গাড়ি করে একই পরিবারের একজন মহিলাসহ ৪ সদস্য নাসিগ্রামের দেশের বাড়িতে ফিরছিলেন । গাড়িটি বর্ধমান-কাটোয়া সড়ক ধরে ভাতারের মুখে আসার সময় খেতিয়া ও নবীনগর মাঝামাঝি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ক্যানেলে গিয়ে পড়ে ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই চারচাকা গাড়িটি তীব্র বেগে চালানো হচ্ছিল । সামনে একটি মোটরসাইকেল এসে গেলে তাকে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক কষে গাড়ির চালক । তাতে গাড়িটির মুখ ঘুরে বর্ধমানের দিকে হয়ে যায় এবং ক্যানেলে নেমে পড়ে । যদিও দুর্ঘটনাগ্রস্ত পরিবারের সদস্যরা কেউই সংবাদ মাধ্যমের সামনে নিজেদের পরিচয় প্রকাশ বা কোন প্রকার মন্তব্য করতে অস্বীকার করেন । এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসে দেওয়ানদিঘী থানার পুলিশ ।।