এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ জানুয়ারী : আজ শুক্রবারে মসজিদে নামাজ পড়তে চলে গেছে পরিবারের পুরুষ সদস্যরা । সেই সময় জনৈক কৃষকের একটি খড়ের পালুইয়ে কোনো ভাবে আগুন ধরে যায় । আগুনের লেলিহান শিখা গ্রাস করে পাশের একটি ধানের গোলা ও চালাঘরে । সেই সময় গ্রামের মহিলারা ত্রাত্রার ভূমিকায় অবতীর্ণ হয় । মহিলারা জোট বেঁধে এসে বালতি করে জল তুলে আগুন নিয়ন্ত্রণে এনে আরও বড়সড় বিপত্তি থেকে উদ্ধার করে । আজ দুপুরে এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুর গ্রামে। পরে ভাতার বাজারের দমকল কেন্দ্র থেকে একটা ইঞ্জিন যায় এবং বাকি আগুন নেভায় ।
জানা গেছে,মুরাতিপুর গ্রামের বাসিন্দা পেশায় কৃষক নাসিরুদ্দিন শেখের বাড়ির পাশেই রয়েছে খড়ের পালুই । পাশাপাশি রয়েছে তার ধানের গোলা ও একটি চালাঘর । দুপুর নাগাদ খড়ের পালুই থেকে কোনো ভাবে আগুন ছড়ায় । স্থানীয় বাসিন্দা শেখ আমিরের কথায়,’আজ জুম্মার নামাজ পড়তে গিয়েছিল পাড়ার পুরুষ সদস্যরা । ফলে মহিলা সদস্যদেরই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগাতে হয় । বেশ কিছু মহিলা মিলে পুকুর থেকে বালতি করে জল তুলে পরিস্থিতি অনেকটাই সামাল দেন৷ ইতিমধ্যে একজন মসজিদে ছুটে গিয়ে আগুন লাগার কথা জানিয়ে আসেন । তারপর মসজিদের ইমাম মাইকে ঘোষণা করে সকলকে ঘটনাস্থলে দ্রুত ছুটে যেতে অনুরোধ করে ।’
জানা যায়,মসজিদে মাইকে ঘোষণার পর প্রচুর লোকজন ওই কৃষকের খামারে এসে জড়ো হয় । যদিও ইতিমধ্যেই মহিলারা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসে । এরপর পুরুষ সদস্যরা হাত লাগান । পাশাপাশি খবর পেয়ে ততক্ষণে দমকলের একটা ইঞ্জিন এসে যায় । ফলে আগুন আর ভয়াবহ আকার ধারন করতে পারেনি । তবে কৃষকের পালুইয়ের বেশ কিছু খড় পুড়ে ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে ।।

