দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান)১৩ ফেব্রুয়ারী : চলন্ত অবস্থায় চাকা খুলে উলটে পড়ল একটি যাত্রীবাহী টোটো । এই দূর্ঘটনায় আহত হয়েছে ৫ জন যাত্রী । সোমবার সন্ধ্যায় দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে । আহতদের মধ্যে ৩ জন মহিলা ও একজন পুরুষ । আহতরা প্রত্যেকেই ভাতার থানার ভূমশোর গ্রামের বাসিন্দা । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ভাতার গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ।
দেখুন ভিডিও 👇
জানা গেছে, এদিন বিকেলে ভুমশোর গ্রামের বাসিন্দা ৫ জনের একটি দল ভাতার কৃষিমাণ্ডিতে শাকশব্জি কেনাকাটা করতে এসেছিল । সন্ধ্যা নাগাদ তারা গ্রামেরই এই যুবকের টোটোয় চড়ে বাড়ি ফিরছিলেন । সন্ধ্যা প্রায় সাড়ে ৬ টা নাগাদ টোটোটি ভাতার বাসস্ট্যান্ড থেকে ভুমশোর মুখে যাওয়ার সময় বর্ধমান-কাটোয়া সড়কের উপর একটি স্পীড ব্রেকার টপকাতে গিয়ে টোটোর পিছনের বাম দিকের চাকা খুলে যায় । চালক সহ যাত্রীরা রাস্তার পাশে উলটে পড়ে । টোটোর চালক ও এক মহিলা যাত্রী ছাড়া বাকি ৫ জন অল্পবিস্তর জখম হন । আহতদের মধ্যে ফুচনি দাস নামে এক প্রৌঢ়ার মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে । পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় । টোটোর ডান দিকের চাকা খুলে গেলে বড়সড় দূর্ঘটনা ঘটে যেতে পারতো বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা ।।