দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত পিছল কেটে নিচে পড়ে যায় বছর পনেরোর এক কিশোর । তার দু’পা ঢুকে যায় ট্রেনের তলায় । আর তার পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রেনের চাকা । সোমবার দুপুরে এই ঘটনার পর সায়ন ইসলাম নামে ওই কিশোরকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে রেলপুলিশ । কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
জানা গেছে,মুর্শিদাবাদ জেলার লালবাগ থানার হাসানপুর গ্রামে বাড়ি ওই কিশোরের । বাবা সেন্টু শেখ পেশায় জনমজুর । মা সামিমা বিবি গৃহবধূ । বাবা-মায়ের একমাত্র সন্তান সায়ন । সে কালনার বুলবুলি তলায় একটি মাদ্রাসার ছাত্র । এদিন মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল সায়ন । ব্যাণ্ডেল-কাটোয়া লোকাল ট্রেনে চড়ে এসে সে এদিন দুপুর ২.৪০ নাগাদ কাটোয়ায় এসে নামে । এরপর কাটোয়া থেকে ট্রেন পালটে তার বাড়ি ফেরার কথা ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ব্যাণ্ডেল-কাটোয়া লোকাল ট্রেনটি কাটোয়া স্টেশনে দাঁড়ানোর অল্প সময় পরেই কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেনটি ছেড়ে দেয় । ওই কিশোর প্লাটফর্মের উলটো দিক থেকে ছুটে এসে ট্রেনটিতে চড়ার চেষ্টা করছিল । সেই সময় তার হাত ফসকে গিয়ে ট্রেনের তলায় দু’পা ঢুকে যায় ।
কাটোয়া হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরের দু’পায়ের অবস্থা খুব গুরুতর । অবিলম্বে অস্ত্রোপচার করা জরুরি । কাটোয়া হাসপাতালে এই প্রকার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা না থাকায় কিশোরকে বর্ধমানে রেফার করে দেওয়া হয়েছে ।।