এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ সেপ্টেম্বর : বামপন্থী ও কংগ্রেসের জোট সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে উত্তাল নেপাল । ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন । এখন তিনি দেশ থেকে পালাতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তাঁর স্ত্রী আরজু রানা দেউবাকে বেদম পিটিয়ে দিয়েছে আন্দোলনকারীরা ৷ অনান্য নেতা ও মন্ত্রীরা হামলার আশঙ্কায় আত্মগোপন করেছে । এদিকে নেপালের যুব সমাজের এই আন্দোলনের তারিফ করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজ্যের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “পশ্চিমবঙ্গে এত দুর্নীতি দেখেও আবার কবে জাগবেন ? নেপালের যুবসমাজকে দেখে শিখুন।”
জাতীয় সংবাদ সংস্থা আইএএনএস-এর সাথে একটি সাক্ষাৎকারে নেপালের যুব সমাজের আন্দোলন নিয়ে প্রতিক্রিয়ায় অর্জুন সিং বলেছেন,’দুর্নীতির বিরুদ্ধে নেপালর যুবসমাজ একটা আন্দোলন খাড়া করেছিল । আমি নেপালের ১৮ থেকে ৩০ বছর বয়স্ক যুবকদের স্যালুট জানাই । নেপালের যুবকদের দেখে বাংলার মানুষ শিক্ষা নিক । এত দুর্নীতির পরেও বাংলার মানুষ প্রধানমন্ত্রী দিকে তাকিয়ে আছেন যে তিনি কিছু করবেন৷’
তিনি বলেন,’আরে ভাই, এটা আপনাদের শাসন ব্যবস্থা ৷ আপনারা চাকরি পাচ্ছেন না । মেয়েদের নিরাপত্তা নেই । আপনার বাড়ি পর্যন্ত সুরক্ষিত নয় । আপনি বাড়ি তৈরি করতে পারবেন না । ভাড়া থাকতে পারবেন না । কলেজে গেলে আপনাদের মেয়েদের ধর্ষিতা হবে । স্কুলে ভর্তি হতে পারবেনা কারন টাকা দিতে হবে । এরপর কবে জাগবেন ভাই ?
আরে, আপনার ঘর থেকে একটা অন্তত ক্ষুদিরামের জন্ম দিন ৷ খালি অপেক্ষা করবেন যে কবে মোদীজি আসবে এবং বাঁচাবে৷ এরকম হয়না ৷’ সবশেষে তিনি বলেছেন,’আমি বাংলার যুবসমাজকে বলতে চাই, নেপালের ১৮ থেকে ৩০ বছর বয়স্ক যুবকরা যে নজির দেখিয়েছে সেটা বাংলার জন্যও জরুরি ।’
প্রসঙ্গত,সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। তা ঘিরেই বিতর্কের সূত্রপাত। গতকাল থেকেই সেখানে রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে তরুণ প্রজন্ম। তাদের বিক্ষোভে সোমবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায়। তাতে মৃত্যু হয় অন্তত ১৯ জন বিক্ষোভকারীর। এরপর বিক্ষোভের ঝাঁঝ আরও বেড়ে যায়। বিক্ষোভের তীব্রতা এতটাই ছিল যে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দিয়েছে জনতা। এখন নেপাল সরকারের মন্ত্রীসভার বিভিন্ন সদস্যদের মারধর করা হচ্ছে।।