এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ সেপ্টেম্বর : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে এখনো তোলপাড় গোটা দেশ । গত ৯ আগস্ট হাসপাতালের সেমিনার হল থেকে ‘তিলোত্তমা’র নগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের এক মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখনো খুনিরা অধরা । ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ,টালা থানার ওসি, অভিজিৎ মণ্ডল এবং সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় । কবে প্রকৃত আসামীরা গ্রেফতার হবে,কবে তাদের ফাঁসিতে ঝোলানো হবে?…. এই প্রশ্ন সকলের । মামলাটি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন । এমতবস্থায় ভারতের প্রধান বিচারপতি(সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড়ের সাথে দেখা হলে প্রখ্যাত সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ সরকারি তাকে প্রশ্ন করেন,’কলকাতার ঘটনা নিয়ে কবে রায় দেবেন ?’
সোমবার রাতে দিল্লিতে সিএনএন-এর ‘সি শক্তি ২০২৪’ এর অনুষ্ঠানে প্রধান বিচারপতির মুখোমুখি হয়েছিলেন গায়িকা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। কিন্তু তার আগের দিন কেন তিনি দিল্লির নারীশক্তি সংক্রান্ত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হলেন? প্রধান বিচারপতিকে সামনে পেয়ে সটান প্রশ্ন করেন গায়িকা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন ওই অনুষ্ঠানে উপস্থিত এক অতিথি। প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে দেখা মাত্র ঊষ উত্থুপ তাকে প্রশ্ন করেন,’আপনি এখানে কী করছেন? আপনি আদালতে না থেকে এখানে কেন ? কলকাতার ঘটনা নিয়ে কবে রায় দেবেন? আপনার দিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে।’ তবে এই বর্ষীয়ান গায়িকার প্রশ্নের উত্তরে প্রধান বিচারপতি ঠিক কী জানিয়েছেন তা জানা যায়নি । কিন্তু গায়িকার এমন প্রশ্ন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।
এর আগে ভারতীয় পপ আইকন উষা উথুপ একটি নতুন ভিডিও গান প্রকাশ করেন…. ‘জাগো রে’ । আরজি করের তরুনী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিরুদ্ধে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে এই ভিডিও করেন তিনি । পশ্চিমবঙ্গের রাজধানীতে আলোড়ন সৃষ্টির প্রেক্ষাপটে প্রায় ৫ মিনিটের এই ভিডিও গানটি জাগো মোহন প্যায়ারের একটি উপস্থাপনা । ভিডিওতে, ৭৬ বছর বয়সী পদ্মভূষণ পুরষ্কারপ্রাপ্ত গায়িকাকে আরও কয়েকজন মহিলার সাথে, প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘তিলোত্তমা’র জন্য ন্যায়বিচারের দাবিতে দেখা যাচ্ছে, মহিলাদের বিরুদ্ধে অপরাধের মতো সামাজিক কুফলগুলির বিরুদ্ধে মানুষকে জাগ্রত করতে বলা হয়েছে।ভিডিওটিতে গত এক মাস ধরে দেশ কাঁপানো ঘটনা নিয়ে সাধারণ মানুষ এবং ডাক্তারদের আন্দোলনের বিস্তৃত দৃশ্য রয়েছে।
ঊষা উত্থুপের মিউজিক ভিডিওটি অরিজিৎ সিং-এর ‘আর কবে’ গানের আগে ছিল । অরিজিতের গানটি ‘তিলোত্তমা’র ন্যায়বিচারের দাবিতে আন্দোলনের হাতিয়ার হয়ে উঠেছে ।।