এইদিন বিনোদন ডেস্ক,০৭ জানুয়ারী : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির প্রেম কারোর অজানা নয় । বেশ কয়েকবার ফ্রেমবন্দিও হয়েছেন দু’জন। কখনও তাদের একসঙ্গে খাবার খেতে দেখা যায়, আবার কখনও বসে থাকতে দেখা যায় বিমানে। কিন্তু বিয়েটা কবে সারছেন? কবে বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা?
তবে বিয়ে নিয়ে কখনোই তেমন মুখ না খুললেও এবার এক নেটিজেনের প্রশ্নে সরাসরি জবাব দিলেন এই অভিনেত্রী। মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ব্র্যান্ড প্রমোশনাল ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি ভালোবাসা দিবসের জন্য কয়েক রকম গয়নার ডিজাইন তুলে ধরেন।
তবে গয়নার থেকেও নেটিজেনদের বেশি উৎসাহ ছিল শ্রদ্ধার বিয়ে নিয়ে। এক অনুরাগী অভিনেত্রীকে জিজ্ঞেস করলেন, ‘আপনি বিয়ে কবে করবেন?’ আর এই প্রশ্নের জবাবে শ্রদ্ধা লেখেন, ‘করব, অবশ্যই করব।’ শ্রদ্ধার এই তাৎক্ষণিক উত্তর নেটিজেনদের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি করে। একজন লিখেছেন, ‘কবে করবেন?’ কেউ আবার লিখেছেন, ‘কাকে করবেন?’ এ সময় মন্তব্যঘরে সবাই শ্রদ্ধার বিয়ের তারিখ জানতে ভীষণ আগ্রহ প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুতে মুম্বাইয়ে একটি ডিনার ডেটে শ্রদ্ধা ও রাহুলকে একসঙ্গে দেখার পর তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।।

