এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৭ ডিসেম্বর : কর্ণাটক বিধানসভার প্রাক্তন স্পিকার এবং কংগ্রেসের প্রবীণ বিধায়ক কে আর রমেশ কুমার বৃহস্পতিবার বিধানসভায় অত্যন্ত বিতর্কিত একটি মন্তব্য করেছেন । তিনি বলেছেন,”ধর্ষণ যখন অনিবার্য,তখন শুয়ে পড়ুন এবং মজা উপভোগ করুন” । এই বিতর্কিত মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে বর্ষীয়ান ওই কংগ্রেস নেতাকে ।
প্রসঙ্গত,কর্নাটক বিধানসভার শীতকালীন অধিবেশন চলছে । বৃহস্পতিবার বিধানসভায় বৃষ্টি এবং বন্যা সংক্রান্ত ক্ষতি নিয়ে বিধানসভায় আলোচনা চলছিল । তখন কে আর রমেশ কুমার উপস্থিত ছিলেন । বিধায়করা নিজের নিজের এলাকার পরিস্থিতি বর্ননা করতে উঠে দাঁড়ান ৷ সময়াভাবে সন্ধ্যা ৬টার মধ্যে আলোচনা শেষ করতে চেয়েছিলেন বিধানসভার স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি । কিন্তু বিধায়করা সময় বাড়ানোর তাঁকে অনুরোধ করেন ।
তখন কাগেরী হেসে বলল, “আমি এমন একটা অবস্থানে আছি যেখানে আমাকে মজা উপভোগ করা ও মাঝে মাঝে হ্যাঁ, হ্যাঁ করে যাওয়া ছাড়া কোনও উপায় নেই । আমাকে পরিস্থিতি উপর নিয়ন্ত্রণ করার আশা ছেড়ে দিয়ে অধিবেশন চলতে দেওয়া উচিত ।’ এরপর তিনি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, ‘আপনার কথা চালিয়ে যান ।’
স্পিকারের এই কথার পরেই প্রাক্তন মন্ত্রী রমেশ কুমার তাঁর উদ্দেশ্যে বলেন, ‘একটা প্রচলিত প্রবাদ আছে,যখন ধর্ষণ হতে বাধ্য, তখন শুয়ে পড়ুন এবং মজা করুন । আপনারও ঠিক একই অবস্থা ।’
কিন্তু তাঁর এই বিতর্কিত মন্তেব্যের প্রতিবাদ করতে দেখা যায়নি বিধানসভায় উপস্থিত কোনও বিধায়ককেই । উলটে সকলে হাসিতে ফেটে পড়েন । এমনকি স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরিও রমেশের কথায় হাসতে দেখা যায় । কিন্তু ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে কংগ্রেসের বর্ষীয়ান ওই নেতাকে ।
এদিকে দেশে জুড়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে দেখে কে আর রমেশ কুমার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘উদাসীন এবং অবহেলামূলক মন্তব্যের জন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী । আমি আজকের অধিবেশনে “ধর্ষণ” নিয়ে কথা বলেছিলাম । এই জঘন্য অপরাধকে তুচ্ছ করে দেখা বা লঘু করা আমার উদ্দেশ্য ছিল না । এরপর থেকে আমি সাবধানে আমার শব্দ চয়ন করব !’।