এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ ফেব্রুয়ারী : নিজেদের ধর্মনিরপেক্ষ প্রমান করার জন্য হিন্দু ধর্মকে আক্রমণ করা বামপন্থীদের একটা সহজাত অভ্যাস । হিন্দু সম্প্রদায়ের মধ্যে সেভাবে প্রতিবাদ না হওয়ায় বামপন্থীদের এই প্রকার ঘৃণ্য মানসিতার বারবার প্রকাশ ঘটে৷ ফের একবার এই প্রকার কদর্য মানসিকতা লক্ষ্য করা গেল সিপিএমের বর্ষীয়ান নেত্রী বৃন্দা কারাতের লেখা একটা বইয়ে৷ সমাজে ‘নারীদের উপর সংঘটিত হিংসা’ নিয়ে বই লিখেছেন ‘সেকুলার পন্থী’ সিপিএমের এই সর্বভারতীয় মহিলা নেত্রী । সোমবার হুগলির ডানকুনিতে সিপিএমের রাজ্য সম্মেলনে বইটির আনুষ্ঠানিক প্রকাশ হয়। আর বইটির আনুষ্ঠানিক প্রকাশের ফটোশ্যুট সামাজিক মাধ্যমে পোষ্ট করেছে রাজ্য সিপিএম। ছবিতে দেখা যাচ্ছে কপালে লাল টিপ পরে হাসি মুখে বইটির একটা কপি ধরে রয়েছেন বৃন্দা কারাত । পাশে একগাল হেঁসে ছবি তোলেন তাঁর স্বামী বামনেতা প্রকাশ কাঁরাত ৷ সিপিএমের ফেসবুক পেজে এই ছবি পোস্ট হওয়ার পরেই বৃন্দাদেবীকে তুলোধোনা শুরু করেছেন নেটিজেনদের একাংশ । আজ মঙ্গলবার টলিউডের অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এনিয়ে সিপিএমকে তুলোধুনো করেছেন । বামপন্থীদের ভন্ডামি তুলে ধরতে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কলকাতার রাজপথে গরুর মাংস খাওয়ার পুরনো ছবিও পোস্ট করেছেন তিনি । রুদ্রনীলের কথায়,’মুসলমানরা আক্রান্ত হলে কোলকাতায় সিপিএম কেঁদে মিছিল করে, কিন্তু বাংলাদেশে বা কোথাও হিন্দু নিধন ও ধর্মান্তকরণ হলে পশ্চিমবঙ্গে এরা চুপ থাকেন ।’
রুদ্রনীল ঘোষের ফেসবুক পোস্টটি নিচে তুলে ধরা হল :
সিপিএম কেন সর্বত্র শূণ্যের নেশায় পাঠকরাই বুঝে নিন।বৃন্দা কারাতের লেখা এই বই উপসর্গ মাত্র, হিন্দু বিরোধিতার ক্রনিক অসুখ এনাদের DNA তে!! সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য কেন নিজেদের “সেকুলারত্ব” প্রমাণ করতে ধর্মতলায় প্রকাশ্যে শুধুমাত্র গরুর মাংস খেয়েছিলেন মিলিয়ে নিন। শুয়োরের মাংস খেলেন না কেন কমরেড?কেন সুদূর প্যালেস্তাইনে মুসলমানরা আক্রান্ত হলে কোলকাতায় সিপিএম কেঁদে মিছিল করে, কিন্তু বাংলাদেশে বা কোথাও হিন্দু নিধন ও ধর্মান্তকরণ হলে পশ্চিমবঙ্গে এরা কেন চুপ থাকেন মিলিয়ে নিন। ৫০ কোটির মহাকুম্ভের আবেগ-জনপ্রিয়তায় জ্বলেপুড়ে, খুঁতধরা নানান সমালোচনায় সিপিএম কেন ব্যাস্ত বুঝে নিন। ১৯৮২সালে বিজনসেতুকে সিপিএম কেন ১৭ জন আনন্দমার্গী সন্ন্যাসীকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল বুঝে নিন।কেন সিপিএম নারীসম্মান বিরোধী ইসলামিক নিয়ম “বৈবাহিক হালালা” নিয়ে চুপ থাকে বুঝে নিন। দেশজোড়া জনপ্রিয় সিনেমা”ছাবা” য় অত্যাচারী মুঘলদের আড়াল করতে ” ঔরঙ্গজেবরা কিন্তু পুরোটা খারাপ ছিল না বুঝলেন” এবং “সাম্ভাজী অত ভাল ছিল না বাস্তবে” – এই মিথ্যে প্রচার সোশাল মিডিয়ায় ছড়িয়ে কাদের দেবতুল্য বানাবার চেষ্টা করছে বুঝে নিন। পৃথিবীর বহু ইসলামিক দেশ গুলিতে অবিরত হত্যালীলা,নারী অত্যাচার জানার পরেও সিপিএম কেন চুপ বুঝে নিন। নারীকে যে ধর্ম পর্দাবৃত করে শুধুমাত্র সন্তান উৎপাদন ও ইচ্ছাপূরণের যোগানমাত্র মনে করে তাদের বিরুদ্ধে সিপিএমের মুখে তালাচাবি কেন বুঝে নিন।
সারা পৃথিবীতে যে ধর্ম দেবী হিসাবে নারীদের পুজো করে,যে জীবনচর্চায় পুরুষের সাথে নারীর সমসম্মানে বিচ্যুতি হলে আওয়াজ ওঠে, বেছে বেছে কাদের ইচ্ছাপূরণে হিন্দুধর্মের বিরুদ্ধে এই বই প্রকাশ তা সবাই জেনে গেছে এটা আপনিও বুঝে নিন!!
কমরেড সেকুলার বৃন্দাদেবী, আপনারাই ভোটের লালসায় ইসলামিক উগ্র মৌলবাদীদের অত্যাচারকে সমর্থন করতে লেখিকা তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে ছিলেন ২০০৭ সালের ২১ শে নভেম্বর।হায়রে ভন্ড সেকুলার! জেনে নিন, আপনি ও আপনার সেকুলার ছাপ নেতারা হিন্দু ধর্মে জন্মেছেন বলেই ভোটের লোভে নিজের ধর্মকে ছোট করতে বই ছাপতে পারছেন।তবে,যে ধর্মের ভোট পেতে এসব করছেন তাদের ডিকশেনারিতে আপনারাও কিন্তু “কাফের” ছাপ! আর কাফেরদের জন্য কি নিদান ওদের,সেটাও বুঝে নিন।ভাল থাকবেন কমরেড হিন্দু বৃন্দাদেবী। ঈশ্বর,.. থুড়ি লেনিন আপনার মঙ্গল করুন।তিনি নিশ্চয়ই আপনার বইটি কিনে পড়বেন ।।