এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১২ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে গমবোঝাই লরি ও ফাঁকা লরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে । আহতরা উভয় লরির চালক ও একজন খালাসি । আজ বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রাজ্যসড়কে বড়পোশলা মোড়ের কাছে । আহতদের প্রথমে ভাতার হাসপাতালে আনা হয় । কিন্তু তাদের অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে । পুলিশ লরি দুটি আটক করেছে৷
জানা গেছে,আজ দুপুরে বর্ধমান থেকে কাটোয়া মুখে যাচ্ছিল গমবোঝাই লরিটি । গমবোঝাই লরিটি বর্ধমান-কাটোয়া রাজ্যসড়ক ধরে যাওয়ার যাওয়ার সময় বড়পোশলার কাছে একটি পেট্রোল পাম্পের আগে বাঁকে আসতেই ফাঁকা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষের পর একটি লরি উল্টে যায় । স্থানীয় বাসিন্দারা ছুটে এসে লরির চালকও খালাসীদের উদ্ধার করে৷ পরে ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।।