এইদিন ওয়েবডেস্ক,২৫ অক্টোবর : ফের বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে পড়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ । ভারতের অধিকাংশ মানুষ অ্যাপটি ব্যবহার করতে পারছেন না । মানুষের কাছে বার্তা পাঠাতে সমস্যা হচ্ছে। ব্যবহারকারীরা এখন টুইটারে হোয়াটসঅ্যাপ ডাউন সম্পর্কে অভিযোগ করছে ।ডিটেকশন ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, হাজার হাজার ব্যবহারকারীর ফোনে হোয়াটসঅ্যাপ চলছে না । আহমেদাবাদ, গান্ধীনগর, মুম্বাই, কলকাতাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় এই ত্রুটি দেখা দিয়েছে । তবে শুধু মোবাইলই নয়,হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণ, হোয়াটসঅ্যাপ ওয়েবও বর্তমানে বন্ধ রয়েছে। কোন প্রকার বার্তা আদান প্রদান সম্ভব হচ্ছে না । ভারতীয় সময় ১২ : ২০ নাগাদ হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যায় বলে জানা গেছে ।
হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হওয়ার এটাই প্রথম ঘটনা নয় । এর আগেও অনেকবার হোয়াটসঅ্যাপ ডাউন হয়েছে । গত বছরও একই ধরনের ঘটনা ঘটেছিল ।
গত বছর ফেসবুক ডাউনের কারণে হোয়াটসঅ্যাপও ডাউন হয়ে যায় । এদিকে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হওয়ার সাথে সাথেই ট্র্যাফিক টুইটারে স্থানান্তরিত হয়েছে । টুইটারে #whatsapp down ট্রেন্ড চলছে । টুইটার ব্যবহারকারীরা মজাদার মিমস শেয়ার করছে টুইটারে ।।