এইদিন ওয়েবডেস্ক,বনগাঁ,০২ ডিসেম্বর : আজ সোমবার বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবি জানান । তিনি কেন্দ্র সরকারের কাছে আবেদন জানান,বাংলাদেশের ঘটনা রাষ্ট্রসংঘের নজরে আনুক কেন্দ্র । কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। মমতা ব্যানার্জির এই আবেদনের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া,’ওপারে ইউনুস যাহা এপারে মমতাও তাহা’ ।
আজ সোমবার ভারতের জাতীয় পতাকার অবমাননা, হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার এবং প্রভু চিন্ময়কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বনগাঁর পেট্রাপোল সীমান্তে পদযাত্রা ও জনসভা কর্মসূচি পালন করেন বিরোধী দলনেতা । জনসভায় বক্তব্য রাখার সময় তিনি মমতা ব্যানার্জির শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আবেদন প্রসঙ্গে বলেন,’এপার বাংলায়তেও আমরা ভালো নেই । মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলেছেন ভারত সরকার শান্তিরক্ষা কমিটি জাতিসংঘকে দিয়ে বাংলাদেশে পাঠাক ৷ মাননীয়া, ফালাকাটায় দূর্গা মন্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাঁখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না, কোথায় ছিল আপনার পুলিশ ? গার্ডেনরিচে দুর্গা মন্ডপে ঢুকে বলল গীতা পাঠ, চণ্ডীপাঠ, মন্ত্র উচ্চারণ আর মাইক বাজানো বন্ধ কর । কোথায় ছিল আপনার পুলিশ ?’
তিনি বলেন,’মাননীয়া, হাওড়ার শ্যামপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভাঙল বিজয়া দশমীর দিন । কোথায় ছিল আপনার পুলিশ ? কার্তিক পুজোয় বেলডিঙ্গাতে সব হিন্দুকে মেরে, মন্দির ভেঙে শেষ করে দিল । কোথায় ছিলেন আপনি ? ওপারে ইউনুস যাহা এপারে মমতাও তাহা ।’
শুভেন্দু উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,’এ লড়াই বাঁচার লড়াই । এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই ।’ তিনি বলেন,’সংখ্যায় আমরা কমছি, আর ওরা বাড়ছে । বিএসএফকে জমি দিচ্ছে না । হু হু করে ঢুকছে । আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব,চিহ্নিত করে দেবো, ধরতে হবে, আর এনআইএর হাতে তুলে দিতে হবে ।’।