এইদিন ওয়েবডেস্ক,১৪ জানুয়ারী : ভারতের স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর ভূমিকা নিয়ে প্রায়ই সরব হতে দেখা যায় কংগ্রেস এবং বামপন্থীদের । তারই প্রতিক্রিয়ায় অবভিক্ত বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের স্বাধীনতা আন্দোলনে কি ভূমিকা ছিল তা জানতে চাইলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় । তিনি নিজের এক্স হ্যান্ডেল লিখেছেন,’অবিভক্ত বাংলায় মুসলমানেরা ছিল মোটামুটি ৫৫ শতাংশ, হিন্দুরা ৪৫ শতাংশ। কিন্তু বাংলার অগ্নিযুগের বিপ্লবীরা, যারা ব্রিটিশের বিরুদ্ধে মরণপণ লড়াই করেছিল, ফাঁসির দড়ি গলায় নিয়েছিল, আন্দামানে নির্বাসিত হয়েছিল, তারা ১০০ শতাংশই ছিল হিন্দু ! কেন ? যারা ব্রিটিশ-বিরোধী লড়াইতে আরএসএসের কি অবদান ছিল বলে চব্বিশঘন্টা ব্যা ব্যা করে তারা একটু বলুক, বাংলার ৫৫ শতাংশ মুসলমানদের কি অবদান ছিল ?’
এ নিয়ে বিভিন্ন জনা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন । তথাগত রাযয়ের পোষ্টের প্রতিক্রিয়ায় সুভাস স্পিকিং নামে এক ব্যবহারের লিখেছেন,’ব্রিটিশদের সাথে হিন্দুদের লড়াইতে ওদের অবদান ছিল না। কিন্তু ওরা অপেক্ষায় ছিল হিন্দুরা ব্রিটিশদের তাড়ালে ওরা ইসলামী রাষ্ট্র পাকিস্তান বানাবে। কিছু তথাকথিত হিন্দু নেতাও ওদের সাথে ছিল।’
অমিয় চক্রবর্তী লিখেছেন,’মুসুলমান দের আনুগত্য শুধুমাত্র তাদের ধর্মের প্রতি আর তার ঐ সমগোত্রীয় ব্রাদারহুডের প্রতি, দেশ বা দেশমাতৃকার প্রতি সামান্য পরিমাণোনা।ওদের নিজেদের শারীয়া শাসন এবং জিহাদ সেই কাজের জন্য।সেখানে বৃটিশ ওদের শত্রু ছিল না। পাশের বাড়ির চক্রবর্ত্তী/ দত্ত সবচাইতে বড় শত্রু ছিল।তাই তারাই…।’
দুলাল দে লিখেছেন,’এখনকার বামেদের কুঁচো নেতারা ভ্যা ভ্যা করে বলছে সাভারকার নাকি বৃটিশের দালাল ছিল । আমি তাদের বলছি “আমি সুভাষ বলছি ‘ বইটা তাদের পড়া উচিত, তখন কমিউনিস্টদের চরিত্র কি ছিল ।’
এইচআরডি নামে এক ব্যবহারকারী লিখেছেন,’ওরা বৃটিশদের দালালী করে, দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং এর নামে বেশুমার হিন্দু নিধনের উন্মাদনায় জল্লাদ হয়ে উঠেছিল। বড়া বড়া বাতেলাবাজ আতেলরা বামপন্থার নামে সেসব বর্বর হত্যাকারীর পদলেহন করে পরম শান্তিতে দিন গুজরান করছে।’।