এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ মার্চ : আজ সোমবার কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা বিতর্কিত মন্তব্য করেছেন । যা ঘিরে তোলপাড় চলছে রাজ্য রাজনীতি। নাম না করে বিজেপিকে নিশানা করতে গিয়ে তিনি বিজেপির ধর্মকে “গন্দা ধর্ম” বলে বিতর্কে জড়িয়েছেন । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, ‘কৌন সা ধর্ম গন্দা হ্যায় শ্রীমতি মমতা ব্যানার্জি ?’ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও প্রশ্ন করেছেন, ‘সনাতন ধর্ম কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি “নোংরা ধর্ম”?
আসলে মমতা ব্যানার্জি বলেছেন,’লেকিন জান বুঝকে যো গন্দা ধর্ম ইসনে বানায়,যো জুমলা পার্টিনে বানায়া ও ধর্ম কো হম নেহি মানতা হ্যায় । আপকো কই ভি প্রভোক করেগা । হাম দাঙ্গা ফাসাদ নেহি চাহাতে হ্যায়। লেকিন আপ উসকে পা মে পা মৎ লাগাও । এ উসকা প্লান হ্যায় । এ উসকা প্লান্টেড গেম হ্যায় । এ গেম মে আপ পা মৎ লাগাও ।’
মুখ্যমন্ত্রী আরও বলেন,’উসনে কহেতা হ্যায় চার কমিউন্যাল রিয়টস হুয়া, দাঙ্গা হুয়া । প্রেসিডেন্ট রুল হোনা চাহিয়ে । ম্যায় কাহা মনিপুর মে ক্যায়া কিয়া ? উত্তরপ্রদেশ মে ক্যায়া কিয়া ? বিহার মে ক্যায়া কিয়া ? রাজস্থান মে ক্যায়া কিয়া ? কোন ক্যায়া খায়েগা উসকে বারে মে রেস্ট্রিকশন হ্যায় । কোন ক্যায়া পহেনেগা, কোন কাহা রহেগা এসকা বারে মে ভি আপ অ্যাট্রোসিটিস করতে হ্যায় ।’
তিনি বলেন,নবরাত্রি চল রহা হ্যায় । ম্যায় উসকো ভি শুভকামনা দেঙ্গে । লেকিন হ্যাম নেহি চাহাতে হ্যায় ইসকে লিয়ে আপ দাঙ্গা করে৷ কই আগমে আগ জ্বালাতে নেই । কই পলিটিকাল পার্টি এইসি করতে হ্যায় ।’ তিনি বলেন,’আজ লাল আর গেরুয়া এক হো গিয়া । হম সবকো লেকে চলেঙ্গে । সবকা সাথ রহেঙ্গে । আপকা ঝুটা জুমলা স্লোগান সবকা সাথ সবকা বিকাশ ।’ কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করে মমতা বলেন,’চেঞ্জ করো কন্সটিউশন । হম স্বামী বিবেকানন্দ কে ধর্ম মানতে হ্যায় । হম রামকৃষ্ণ কা ধর্ম মানতে হ্যায় । লেকিন জো জানবুঝকর গন্দা ধর্ম ইসনে বানায়া, জো জুমলা পার্টিনে বানায়া, ও ধর্ম কো হম নেহি মানতা হ্যায় ।’
তার সেই বক্তব্যের ভিডিও এক্স-এ শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন,”হাম ‘গন্ডা ধর্ম’ কো নাহি মানতা হ্যায়”। – মমতা বন্দ্যোপাধ্যায় । কৌন সা ধর্ম গন্ডা হ্যায় শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়? রেড রোডে মুসলিম সম্প্রদায়কে আপনার প্রায় বোধগম্য উর্দু ভাষা দিয়ে খুশি করার জন্য, আপনি একটি বিবৃতি দিয়েছেন যে আপনি ‘গন্ডা ধর্ম’ বা ‘নোংরা ধর্ম’ অনুসরণ করেন না। আপনি বিশেষভাবে কোন ধর্মের কথা বলছিলেন? সনাতন হিন্দু ধর্ম? ঈদ-উল-ফিতর উপলক্ষে রেড রোডে আপনি কী ধরণের উস্কানিমূলক বক্তৃতা দিলেন ? আপনি ঈদ শব্দটি যতটা উচ্চারণ করেছেন তার চেয়ে ‘ডাঙ্গা’ এবং ‘দাঙ্গা’ শব্দগুলো বেশি উচ্চারণ করেছেন । এটা কি ধর্মীয় অনুষ্ঠান নাকি রাজনৈতিক অনুষ্ঠান? কেন আপনি ইচ্ছাকৃতভাবে ঘৃণা ছড়াচ্ছেন, সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি করার উদ্দেশ্যে? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনিই ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন । খুব শীঘ্রই এটা আপনার দিকে বুমেরাং হয়ে ফিরবে৷’
একই ভিডিও লকেট চট্টোপাধ্যায় ফেসবুকে পোস্ট করে লিখেছেন,’সনাতন ধর্ম কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি “নোংরা ধর্ম”? তার শাসনকালে বহু হিন্দু-বিরোধী দাঙ্গা ঘটলেও, তিনি হিন্দুদের প্রতি উপহাস করতে এবং তাদের ধর্মীয় বিশ্বাসের অবমাননা করতে দ্বিধা করেন না। তিনি হিন্দুদের বিরুদ্ধে আক্রমণের জন্য, মুসলিমদের সম্পূর্ণ ছাড় দিয়েছেন—এবার একটি ধর্মীয় মঞ্চ থেকে, যা ঈদের উৎসব উদযাপনের জন্য ছিল। এটা তার জন্য লজ্জাজনক ।’।

