এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৪ জুন : ‘পশ্চিমবঙ্গে ৪ দিন ধরে যা চলছে এটা ইসলামিক দেশ বাংলাদেশ, পাকিস্থানও করতে দেয়নি ।’ বিজেপির বহিষ্কৃত সর্বভারতীয় মুখপাত্র নূপুর শর্মার কথিত ধর্মনিন্দার প্রতিবাদের নামে রাজ্য জুড়ে চলা হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে এই ভাষাতেই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার বাঁকুড়ার তামলিবাঁধ এলাকায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এরপর শুভেন্দু অধিকারী বলেন, ‘কুয়েতে যারা রাস্তায় নেমে অবরোধ করেছিল তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করছে সে দেশের সরকার । কিন্তু এখানকার মমতা বন্দ্যোপাধ্যায় ৪ দিন ধরে রাজ্যকে ক্ষত বিক্ষত হতে দিলেন । বৃহস্পতিবার এনএইচ -৪ তেরো ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল । যখন যোগীজী পিঠে ডান্ডা ফেলছেন,যখন যোগীজী ভালো করে বুলডোজার চালাচ্ছেন, যখন রাঁচিতে পুলিশ পিটিয়ে তুলে দিচ্ছে,তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হাত জোড় করে বলছেন ‘তোমরা ওঠো’ । কিন্তু কে সুনবে কার কথা ? চড়ছেন তো বাঘের পিঠে । উপরে থাকলেও বিপদ আর নামলেও বিপদ । আপনার কথা শুনবে কে ?’
এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, ‘যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, ততদিন বাংলাদেশের সীমান্ত দিয়ে এরাজ্যে রোহিঙ্গারা ঢুকবে। আর গোটা ভারতে তাণ্ডব করবে ।’ শুভেন্দু বলেন, ‘আমি মহামান্য উচ্চ আদালতের প্রতি আস্থা রাখবো,গতকাল বিচারক এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন । বলেছেন ভিডিও ফুটেজ দেখে দেখে যারা ভাঙচুর, লুটপাট, অগ্নি সংযোগ করেছে তাদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করতে হবে । সেই সাথে আর একটা ঘটনা ঘটলেই প্যারামিলিটারি,আর্মি নামাতে হবে ।’ তিনি বলেন, ‘এই পরিস্থিতি থেকে শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য আজ কলকাতার বিচার ব্যবস্থা এগিয়ে এসেছে । তাই চাকরি হয়নি,আরও নয় ৪ বছর পরে হবে । হয়ত একবেলা মুড়ি আর একবেলা ভাত খেয়ে থাকতে হচ্ছে । মোদিজীর দেওয়া মাথাপিছু ৫ কেজি চাল,গম নিয়েই বেঁচে থাকতে হচ্ছে । এবার আসুন গেরুয়া ডান্ডা শক্ত করে, বুলডোজার সরকার নিয়ে আসি । যে সরকার বুলডোজার চালিয়ে আবর্জনা সরিয়ে দেবে ।’।