এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১২ অক্টোবর : ইসরায়েলে সন্ত্রাসী হামলার পর ফিলিস্থিনি হানাদার বাহিনী ‘হামাস’কে একযোগে ‘সন্ত্রাসবাদী সংগঠন’-এর তকমা দিয়েছে । ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক সাফ বলেছেন যে ইসরায়েলে যেভাবে নৃশংস নাশকতা চালিয়েছে হামাস তাতে তাদের স্বাধীনতা সংগ্রামী তকমা দেওয়া যায় না, বরঞ্চ ওই সংগঠনটি একটি সন্ত্রাসবাদী সংগঠন ৷ কিন্তু বাংলাদেশের নজরে ‘হামাস’ হল ‘স্বাধীনতাকামী’ । জার্মানি,অস্ট্রিয়া, ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি হামাসপন্থীদের বিক্ষোভ মিছিল করতে না দেওয়ায় বাংলাদেশের মিডিয়া হাহুতাশ শুরু করে দিয়েছে ।
বাংলাদেশের একটি দৈনিক সংবাদপত্র ‘সময়’-এর একটি প্রতিবেদনে লেখা হয়েছে,’স্বাধীনতাকামী ফিলিস্তিনের প্রতি জার্মানি, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমাদের আচরণ যেন বিমাতাসুলভ। একদিকে দিনে দিনে ভয়ংকর হয়ে ওঠা ইসরাইলকেই নগদ অর্থসহ ভারি অস্ত্র সরবরাহ করছে তারা। অন্যদিকে নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা নিয়ে করতে দেয়া হচ্ছে না কোনো প্রতিবাদ। বাকস্বাধীনতার বুলি আওড়ানো পশ্চিমা দেশগুলোর এমন আচরণে উন্মোচন হচ্ছে তাদের আসল চেহারা।
জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন কিংবা যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্র। সবগুলো দেশের রাজনৈতিক, সমাজনীতি কিংবা গণমাধ্যম- সবখানেই যেন পশ্চিমাদের বড় মাথাব্যাথার কারণ বছরের পর বছর শোষণ, বঞ্চনা আর স্বাধীনতা বঞ্চিত দেশ ফিলিস্তিন। যেন গাজা উপত্যকা থেকেই শুধু নয়, পৃথিবী থেকেই গোটা ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দিতে পারলে পশ্চিমাদের শান্তি মিলবে ।’ হামাসের সমর্থনে বিক্ষোভ মিছিল করতে না দেওয়াকে ‘পশ্চিমি দেশগুলির দ্বিচারিতা’ বলে মন্তব্য করেছে ওই পত্রিকাটি ।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১১ অক্টোবর ২০২৩) রাতে গাজায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে। ইসরায়েলে হামাসের হামলার পর দেশটিতে এখনো পর্যন্ত ১২০০ জন নিহত হওয়ার খবর এসেছে। এর জবাবে ইসরায়েলি বিমান হামলায় গাজায় প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে।
গতকাল বুধবার জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। যার কারণে গাজার লাখ খানেক বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। গাজার বেশির ভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয় ইসরায়েল থেকে। তবে হামাসের হামলার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। তবে গাজার বাসিন্দারা জানান, বিদ্যুৎ বিচ্ছিন্নতা তাদের কাছে নতুন কিছু নয়। হামাসের হামলার পর বিদ্যুৎ ছাড়াও খাদ্য এবং জলসহ দৈনন্দিন বিভিন্ন পণ্যের সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
আজ ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছেছেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন । তার উপস্থিতিতেই ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস । ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সাংবাদিক সম্মেলনে ব্লিঙ্কেন বলেছেন,আমরা জানি যে হামাস ফিলিস্তিনি জনগণ বা তাদের বৈধ আকাঙ্খার প্রতিনিধিত্ব করে না… আমরা জানি যে হামাস, নাগরিকদের বিধির মঙ্গল প্রচার করার পরিবর্তে নাশকতায় বিশ্বাসী । হামাসের গণহত্যা ইসরায়েলি ইহুদিদের জন্য এবং প্রকৃতপক্ষে ইহুদিদের জন্য যন্ত্রণাদায়ক প্রতিধ্বনি ।’।