এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ জুন : ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় এক ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা থেকে বিচ্ছিন্ন হয় পশ্চিমবঙ্গ । দাবি করা হয় যে ৪৬-এর কলকাতার দাঙ্গা বা নোয়াখালির দাঙ্গা থেকে পরিত্রাণ পেতেই ‘পশ্চিমবঙ্গ সৃষ্টির’ এবং পশ্চিমবঙ্গের ভারত-ভুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । তারপর থেকে এই দিনটি পশ্চিমবঙ্গ রাজ্যের ‘প্রতিষ্ঠা দিবস’ হিসাবে পালন করে আসা হচ্ছে । যদিও পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ২০ জুন দিনটি স্বীকৃতি দেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে স্থির করে ইতিমধ্যেই দিনটি উদযাপন করে ফেলেছেন৷ যদিও বিজেপিও মমতা ব্যানার্জির ঘোষিত দিনটিকে স্বীকৃতি দেয়নি ।
তাই আজ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে জনসংঘের স্রষ্টা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে লিখেছেন,’১৯৪৭ সালে ২০ জুন ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে বাংলার আইনসভা আমাদের এই রাজ্যকে ভারতবর্ষের অঙ্গরাজ্যের স্বপক্ষে রায় দিয়েছিল। সৃষ্টি হয়েছিল বাঙালি হিন্দুর একমাত্র স্বভূমি পশ্চিমবঙ্গের। তাই পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল মানুষের জন্যেই ২০ জুন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই অবদান কোনোদিনও ভোলা সম্ভব নয়। ওনার প্রচেষ্টার কারণে সৌভাগ্যক্রমে আজ আমরা, বিশেষত বাঙালি হিন্দুরা এই মহান দেশ ভারতবর্ষের নাগরিক হিসেবে সসম্মানে মাথা উঁচু করে বেঁচে আছি। ভারত মায়ের বীর সন্তান পশ্চিমবঙ্গের স্রষ্টা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজকের দিনে স্মরণ করি ও সশ্রদ্ধ প্রণাম জানাই।’
অবিভক্ত বাংলা থেকে পশ্চিমবঙ্গ পৃথক হওয়ার ইতিহাসের পাতায় নজর দিলে লক্ষ্য করা যায়,তখন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী । অবিভক্ত বাংলার বিভাজন নিয়ে ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটাভুটি হয়। মুসলমান সংখ্যাগুরু পূর্ববঙ্গের জনপ্রতিনিধিদের ভোট বাংলা ভাগের বিপক্ষে রায় যায়। ১০৬টি ভোট বাংলা ভাগের বিপক্ষে আর মাত্র ৩৫টি ভোট পড়েছিল বাংলা ভাগ করার পক্ষে। আর হিন্দু সংখ্যাগুরু পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিদের ভোটে ৫৮-২১ ভোটে বাংলা ভাগ করার পক্ষে রায় যায় । পৃথক হয় পশ্চিমবঙ্গ । কেন্দ্র সরকার ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণাও করে ৷ কিন্তু এই দিনটি স্বীকৃতি দেননি মমতা ব্যানার্জি । মমতা ব্যানার্জির নির্দেশে গত বছর অগাস্ট মাসে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করে রাজ্য বিধানসভার স্পিকার নিযুক্ত কমিটি। রাজ্য সরকার এনিয়ে বিধানসভায় প্রস্তাবও পাস করিয়ে নেয়। প্রতি বছর সরকারি নিয়মে এই দিনটি ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের জন্য সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়। একই সঙ্গে সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি পরিবেশনের কথা বলা হয় ওই বিজ্ঞপ্তিতে । যদিও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে ।।