এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ ডিসেম্বর : তিন দিনের সফরে সোমবার রাতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৬ সালের বিধানসভার ভোটের আগে অমিত শাহের বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে । প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া,হুমায়ূন কবিরের বাবরি মসজিদ নির্মান আর ভোটার তালিকায় এস আই আর নিয়ে বর্তমানে অনেকটাই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি । এদিকে কলকাতায় এসেই অমিত শাহ হুঙ্কার দিয়েছেন, “পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।”
অমিত শাহ কলকাতায় পা রেখেই টুইট করেন, “পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ।তিনদিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় অভিভূত। আগামীকাল বিজেপি পশ্চিমবঙ্গের কোর গ্রুপের বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পরের দিন বঙ্গ বিজেপির সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করব এবং কলকাতা মহানগরের উদ্যমী ও শক্তিশালী দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করব।”
সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্যের নেতানেত্রীরা । বিমানবন্দরের বাইরে অমিত শাহকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরাও । বিমানবন্দর থেকে সোজা তিনি সল্টলেকে বিজেপির দফতরে পৌঁছন। সেখানে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। রাজ্যের বর্তমান পরিস্থিতির পাশাপাশি দলের সাংগঠনিক বিষয়ে মোটামুটি বোঝার চেষ্টা করেন অমিত শাহ । আজ এবং বছরের শেষ দিনে তার একাধিক কর্মসূচি রয়েছে বঙ্গে ।সোমবার রাতেই বিধাননগরে বিজেপির দফতরে একটি বৈঠক সেরেছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। মধ্যাহ্নভোজের পরে বসবেন সাংগঠনিক বৈঠকে। ওই বৈঠক শেষে আরএসএস দফতর কেশব ভবনে যাবেন তিনি। সেখানেও একটি বৈঠক রয়েছে শাহের । এখন দেখার বিষয় বিজেপির এই “চানক্য”-এর রনকৌশলে কতটা উজ্জীবিত হয় বঙ্গ বিজেপি ।।

