এইদিন ওয়েবডেস্ক,৩০ এপ্রিল : ‘ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট’ পদে ১২ জন লোক নেবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর । তার মধ্যে জেনারেল ৬ জন,তফশিলি জাতি ২ জন, তফশিলি উপজাতি ১ জন ওবিসি এ ও বি ক্যাটাগরি ১ জন করে এবং প্রতিবন্ধী ১ জন । পারিশ্রমিক মাসিক ৪০,০০০ টাকা । আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে । তবে তপশিলী,ওবিসি, প্রতিবন্ধীদের বয়সে ছাড় দেওয়া হয়েছে । ৬ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ।
আবেদনের পদ্ধতি : আবেদনকারীর নিজস্ব ই-মেল আইডি থাকতে হবে । www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে । জেনারেলের জন্য পরীক্ষার ফী বাবদ ১০০ টাকা এবং সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থী হলে ৫০ টাকা অনলাইনে জমা করতে হবে । টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই প্রিন্ট করে নেবেন ।
এন্টোমোলজি বিষয় নিয়ে জুলজির পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন । পাব্লিক হেলথ সংক্রান্ত কাজে কিংবা গবেষণার কাজে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে । শিক্ষাগত যোগ্যতায় থাকবে ৩৫ নম্বর, পিএইচডি /এমফিল ১৫ নম্বর, অভিজ্ঞতার জন্য ২০ নম্বর, কম্পিউটার সাক্ষরতার জন্য ১৫ নম্বর ও ইন্টারভিউয়ের জন্য ১৫ নম্বর। মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে । তারপর মোট শূন্যপদের ৫ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ।।