এইদিন ওয়েবডেস্ক,আক্রা,২৬ জুলাই : মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দিয়েছে ঘানার পার্লামেন্ট ।মঙ্গলবার মৃত্যুদণ্ডের আইনটি এদেশের সংসদ বাতিল করেছে । সাম্প্রতিক বছরগুলিতে মৃত্যুদণ্ড বাতিল করার জন্য এই দেশটিকে সর্বশেষ আফ্রিকান দেশ । যদিও ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো এখনো এই আইন বাস্তবায়নের বিষয়ে একমত হননি বলে জানা গেছে ।
ঘানার সংসদ সদস্য ফ্রান্সিস জেভিয়ার সোসো বিলটি উত্থাপন করেছিলেন । তিনি বলেছেন,’ঘানার মানবাধিকার রেকর্ডে এটি একটি বড় অগ্রগতি । আমরা এই বিষয়ে সাংবিধানিক সংশোধন থেকে নির্বাচন পর্যন্ত করেছি । দেখা গেছে যে ঘানার সংখ্যাগরিষ্ঠরা মৃত্যুদণ্ড বাতিল করতে চায় ।’
১৯৯৩ সাল থেকে ঘানায় কারও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি, তবে গত বছর পর্যন্ত এই দেশে ১৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় ছিল । মানবাধিকার সংস্থাগুলির প্রতিবেদন অনুসারে, ঘানা বিশ্বের ১২৪ তম দেশ যেখানে মৃত্যুদণ্ড বাতিল করা হল । নিরক্ষীয় গিনি, সিয়েরা লিওন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং জাম্বিয়া গত দুই বছরে মৃত্যুদণ্ড লুপ্ত করা শেষ আফ্রিকান দেশগুলির মধ্যে রয়েছে ।।