এইদিন ওয়েবডেস্ক,রামপুরহাট(বীরভূম) ২৪ মার্চ : পরিস্থিতি যাই হোক না কেন,মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রীমো আসছেন বলে কথা । তাই তাঁকে অভ্যর্থনা জানাতে কোনও কসুর রাখেনি বীরভূম জেলার তৃণমূল নেতৃত্ব । রামপুরহাটের বাগটুই যাওয়ার পথে সড়ক পথে বসানো হয়েছে ‘সুস্বাগতম মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া’ লেখা গেট । বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্মিত এই গেটে সাঁটানো ফ্লেক্সে রয়েছে হাত জোড়ের ভঙ্গিমায় মুখ্যমন্ত্রীর একাধিক ছবি । রয়েছে দু’হাত বুকের উপরে ভাঁজ করা বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের ছবিও ।
বাগটুই গ্রামে ঘটে যাওয়া নৃশংসতার পর মুখ্যমন্ত্রীর অভ্যর্থনায় এহেন গেট লাগানোয় জেলার তৃণমূল নেতাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা । যদিও কেউ তাঁরা এনিয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস করেননি ।
উল্লেখ্য,গত সোমবার বাগটুই গ্রামের বাসিন্দা তণমূল নেতা ভাদু শেখকে বোমা মেরে খুনের ঘটনার উপর অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা গ্রাম । ওইদিন রাতে ১০ টি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । মহিলা ও শিশুসহ ৮ জন(মতান্তরে ১০ জন) জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামের পরিস্থিতি ও তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাগটুই গ্রামে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।।