এইদিন ওয়েবডেস্ক,বনগাঁ,০২ ডিসেম্বর : হিন্দুদের উপর অত্যাচার বন্ধ ও চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি না দিলে ‘আলু,পিঁয়াজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ সোমবার ভারতের জাতীয় পতাকার অবমাননা, হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার এবং প্রভু চিন্ময়কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বনগাঁর পেট্রাপোল সীমান্তে পদযাত্রা ও জনসভা কর্মসূচি পালন করেন বিরোধী দলনেতা । পেট্রাপোল সীমান্ত আজ সকাল ৬ টা থেকে বন্ধ করে দেওয়া হয় । এই অবরোধ চলবে আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত ।
শুভেন্দু অধিকারী বলেন,’আমরা আজ ঘোষণা করেছিলাম যে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে৷ আজকের সকাল ছয়টা থেকে বাণিজ্য বন্ধ আছে । আগামীকাল সকাল ছয়টা অব্দি চলবে৷ এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম । এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে এবং প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব। তারপরে আমরা ২০২৫ সালে লাগাতার বন্ধ করে ওরা আলু, পিঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেবো ।’
বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, ‘মোদীজি বায়ূসেনার বিমানে একদিনে কুড়ি হাজার ছাত্রছাত্রীকে ফেরত আনতে পারেন, এই হলো ভারতবর্ষ । ভারতবর্ষের জি-টোয়েন্টির নেতৃত্ব দেয় । এই ভারতবর্ষ ১২ তম নয়, চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ । কি মোল্লা ইউনূসের দল লড়াই করবেন তো ?’
তিনি বলেন,’ইউনুস হুঁশিয়ার, একদিনে কলকাতা থেকে যে ময়লা বের হওয়ায় সেটা ফেলে দিয়ে এলে ঢাকা পড়ে যাবেন আপনারা । পাল্লা দিতে আসবেন না । ১৯৭১ সালের ১৭ হাজার ভারতীয় আর্মি, বিএসএফ আত্ম বলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছেন । ভুলে যাবেন না । অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না ।’ শুভেন্দু বলেন, ‘হিন্দুদের তাকৎ দেখানোর সময় এসেছে । বাটেঙ্গা তো কাটেঙ্গে, এক রহেঙ্গা তো সেফ রহেঙ্গা ।’ পাশাপাশি এদিন তিনি ফের শুনিয়ে দেন রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে বের করে মুঠি ধরে বের করে দেবেন ।।