এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট,২৯ জানুয়ারী : ‘বিজেপি হুমকি দিচ্ছে । কিন্তু তৃণমূল কংগ্রেস হাতে চুড়ি পড়ে বসে নেই । আমরাও হুমকি দিতে পারি । তবে হুমকি দেওয়ার কোনও দরকার নেই । ২০২১ এর ভোটের রায়ে আমরা বুঝিয়ে দেবো ।’ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নিগন গ্রামে নিহত তৃণমূল কর্মী সঞ্জিত ঘোষের পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । পাশাপাশি নিহত দলীয় কর্মীর স্মৃতিতে আয়োজিত শোকসভা থেকে বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে অনুব্রত বলেন, ‘বিজেপি আমাদের কর্মী সঞ্জিত ঘোষকে খুন করেছে । আমরা যদি গাঝাড়া দিই তাহলে ওরা কেউ বাঁচতে পারবে ? পারবে না ।’
গত মঙ্গলবার দলীয় কার্যালয় থেকে দুপুর নাগাদ বাইকে চড়ে বাড়ি ফেরার পথে তৃণমূল কংগ্রেসের নিগন গ্রামের ১৯৮ নম্বর বুথ সভাপতি সঞ্জিত ঘোষ ওরফে কালুকে আটকে বেদম মারধর করা হয় বলে অভিযোগ । পরে হাসপাতালে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর । অনুব্রত মন্ডল এদিন অভিযোগ তোলেন ঘটনার আগের দিন নিগন গ্রামে বিজেপির সভায় সৌমিত্র খাঁ এমন কিছু উত্তেজনাকর কথাবার্তা বলেছিল যার ফলে একজন মানুষ মারা গেল ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘যারা খুন করেছে তারা কেউ ছাড়া পাবে না । যদি ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়িয়ে দেবে তাহলে জেনে রাখুন প্রধানমন্ত্রীর বাপের তাগত নেই দোষীদের ছাড়িয়ে দেবে।”
এদিন বিকেলে নিগন গ্রামের হাটতলায় মৃত তৃণমূল কর্মীর স্মৃতিতে শোকসভার আয়োজন করা হয়েছিল । ওই শোকসভায় যোগ দিতে আসার আগে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান অনুব্রত মন্ডল । তিনি মৃতের পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্যও তুলে দেন ।
এদিন অনুব্রত মণ্ডলকে দেখার জন্য কিছু মানুষ যখন একটি বাড়ির ছাদে দাঁড়িয়েছিলেন তখন ছাদের উপরে গাঁথনির একাংশ ভেঙে পড়ায় ৬ জন গ্রামবাসী জখম হন । তাদের উদ্ধার করে নিগন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয় ।।