এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,৩১ ডিসেম্বর : বছরের শেষ দিনে “ভাতা নয় বেতন চাই” শ্লোগান তুলে পথে নামলেন বীরভূমের রামপুরহাটের আশা কর্মীরা । হাতে বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার নিয়ে আজ বুধবার দুপুরে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ দেখান তারা ৷ পরে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রামপুরহাট-২ ব্লক সংগঠনের পক্ষ থেকে মহকুমা শাসকের হাতে ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ।
সংগঠনের অন্যতম সদস্যা জাহিরা খাতুন বলেন, ‘আমাদের দাবিগুলির মধ্যে প্রথম দাবি হল যে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে৷ মাসিক বেতন দিতে হবে নুন্যতম ১৫০০০ টাকা । কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের কোনো সদস্যকে চাকরি দিতে হবে । এছাড়া মাতৃত্বকালীন ছুটি, বকেয়া বিল অবিলম্বে পরিশোধ এবং মোবাইল অ্যাপের মাধ্যমে কাজ করানো বন্ধ করার দাবি জানিয়েছি ।’ সেই সাথে তিনি আরও দাবি জানান যে ‘মেলাখেলায় আমাদের বিনা পারিশ্রমিকে কাজ করানো চলবে না৷’ দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।
প্রসঙ্গত,পশ্চিমবঙ্গের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা মূলত অস্থায়ী ভিত্তিতে কাজ করেন । তারা নামমাত্র মাসিক সাম্মানিক পেয়ে থাকেন । কিন্তু ‘দুয়ারে সরকার’ ও রাজ্য সরকারের বিভিন্ন উৎসবেও বিনা পারিশ্রমিকে তাদের পরিষেবা দিতে হয় বলে অভিযোগ । এমনকি ভোটের কাজেও অঙ্গনওয়াড়ি কর্মীদের লাগানো হয় । এতে তাদের উপর একদিকে যেমন প্রবল চাপ পড়ে, পাশাপাশি তাদের মূল কাজের উপরেও প্রভাব পড়ে । তাই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘ দিন ধরেই সরকারি স্বীকৃতি এবং যাবতীয় সরকারি সুবিধা দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে দাবি তুলে আসছেন ।।

