এইদিন ওয়েবডেস্ক,১২ মে : ইসলামি কট্টপন্থার কট্টর সমালোচক বলে পরিচিত নেদারল্যান্ডসের সাংসদ গির্ট ওয়াইল্ডার্স (Geert Wilders) । বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মা ইস্যুতে বিশ্বের ইসলামিক কট্টরপন্থার বিরুদ্ধে খোলাখুলি মত প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে । ‘দ্য কেরালা স্টোরি’ হিন্দি ছবির সমর্থনে ইতিমধ্যে মুখ খুলেছেন গির্ট । তিনি ছবিটির ভূয়সী প্রশংসা করে ইউরোপের দেশগুলিতেও দেখানোর জন্য আবেদন জানিয়েছেন । এবারে ইরানে ধর্মনিন্দার অভিযোগে দু’জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ফের একবার তিনি ইসলামি মৌলবাদের বিরুদ্ধে সরব হয়েছেন । টুইটারে নিজের হ্যান্ডেলে একটি পোস্টে গির্ট ওয়াইল্ডার্স লিখেছেন, ‘ইরানের সরকার আজ দুই নিরপরাধ ব্যক্তিকে ‘ব্লাসফেমির’ দায়ে ফাঁসি দিয়েছে। পাকিস্তানের আইনেও নবী মুহাম্মদকে অবমাননার জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যা অগ্রহণযোগ্য এবং বর্বরচিত । আমাদের কখনই মোল্লা ও তাদের সন্ত্রাসের কাছে হার মানানো উচিত নয় ।’ পরিশেষে তিনি বলেছেন,’আমি মুহাম্মাদকে বলি, বাক স্বাধীনতা আকবর ।’
জানা গেছে,গত ৮ মে মধ্য ইরানের আরাক কারাগারে ( Arak Prison) ইউসেফ মেহরাদ (Yousef Mehrad) এবং সাদ্রোল্লা ফাজেলি জারে (Sadrollah Fazeli Zare) নামে দু’জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ৷ ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম অনুসারে,একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কুসংস্কার ছড়ানো এবং ধর্মের সমালোচনামূলক প্রতিবেদন পোস্ট করার অপরাধে ২০২০ সালের মে মাসে তাদের গ্রেপ্তার করা হয়েছিল । তারপর থেকেই নির্জন কারাবাসে ছিলেন ওই দুই ব্যক্তি । এমনকি ওই সময়কালের মধ্যে তাদের পরিবারের সাথে যোগাযোগ পর্যন্ত করতে দেওয়া হয়নি । শেষ পর্যন্ত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় । এদিকে এই মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয় বর্বরতা’ বলে অবিহিত করেছেন ইরানের মানবিকতার কর্মী মাহমুদ আমিরি-মোগাদ্দাম (Mahmood Amiry-Moghaddam) । তিনি এই বিষয়ে আন্তর্জাতিক সংগঠনগুলির হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ।

অসলো-ভিত্তিক গোষ্ঠী ইরান হিউম্যান রাইটস অনুসারে, ইরান বিশ্বের শীর্ষ “জল্লাদ” দেশগুলির মধ্যে অন্যতম । শুধুমাত্র চলতি বছরের শুরু থেকে এযাবৎ কমপক্ষে ২০৩ জন বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে । তার আগে ২০২২ সালে ইরান কমপক্ষে ৫৮২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ২০২১ সালে এই সংখ্যাটা ছিল ৩৩৩ জনের চেয়ে বেশি । মৃত্যুদণ্ডের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিকতম প্রতিবেদনে ইরানকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মৃত্যুদণ্ড দেওয়া দেশের তকমা দেওয়া হয়েছে । তালিকায় সর্ব শীর্ষে আছে চীন ৷ কিন্তু ধর্মনিন্দার অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করা বিরল ঘটনা ।।