এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,২২ ডিসেম্বর : ‘কারোর পারিবারিক সমস্যা আমাদের কাছে রুচির বিষয় নয় । প্রত্যেক পরিবারেই কিছু না কিছু সমস্যা হয় । এনিয়ে বিজেপির কোনও চিন্তা নেই । এর কোনও গুরুত্বই নেই ।’ মঙ্গলবার কাটোয়ায় চায় পে চর্চায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁর তৃণমূলে যোগদান প্রসঙ্গে এই কথাই বললে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই প্রসঙ্গে এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে দিলীপবাবু বলেন, ‘যাদের নিয়ে আপনাদের ভাবনা চিন্তা ওরা পার্টির কে ?’
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরুতেই কাটোয়ায় দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় শাসকদলের তীব্র সমালোচনা করেন দিলীপ ঘোষ । তিনি বলেন, ‘মারপিটের অভ্যাস রাজ্যের লোক বরদাস্ত করবে না । এই হিংসা,দুর্নীতি দেখে পশ্চিমবঙ্গের মানুষ আত্মগ্লানিতে ভুগছেন । দেশ এগুচ্ছে অথচ রাজ্যে হিংসার পরিবেশ সৃষ্টি করে,ভয় দেখিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করা হচ্ছে ।’
দেখুন ভিডিও :
এদিন ‘বহিরাগত’ প্রসঙ্গে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপবাবু বলেন, ‘যার বাড়িতে বউ এসেছে বহিরাগত । ভোটে জেতাতে এসেছে বহিরাগত । আর যাদের সরকারে যে সমস্ত আইএএস,আইপিএস কাজ করছেন তাঁরা বহিরাগত । গৃহমন্ত্রী যে তিনজন আইপিএসকে ডেকেছেন তাঁরা কোথাকার লোক? তাঁদের প্রতি এত মায়া ছাড়বেন না বলে জড়িয়ে ধরে আছেন । তাঁরা বহিরাগত নয় ? তাঁরা কি করে গুজরাটের নেতা, প্রধানমন্ত্রীজীকে বহিরাগত বলেন ?’
এদিন রাজ্য সরকারে ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে ‘সরকারি পয়সায় প্রচার’ বলে মন্তব্য করেন দিলীপ । এদিন ফের তিনি কটাক্ষ করেন, ‘ সরকার দুয়ারে দুয়ারে নয়,যমের দুয়ারে পৌঁছে গেছেন ।’
রাজনৈতিক নেতাদের দলবদল প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘সাধারন মানুষের জন্য কোনও চিন্তা নেই । কেবল লাল-নীল-সবুজ রঙ পরিবর্তন হচ্ছে খালি । বাকি জীবনযাত্রার পরিবর্তন কিছু হয়নি । হিংসা বেড়েছে । লুটপাট বেড়েছে । এটা দেখে দেখে বাংলার মানুষ ক্লান্ত হয়ে গেছেন । তাই মোদিজী কেন্দ্রে যেমন স্বচ্ছ প্রশাসন দিয়েছেন,উন্নয়ন করছেন, সেই রকম প্রশাসন ও উন্নয়ন চাইছেন বাংলার মানুষ ।’
মেদিনীপুরে অমিত শাহের মেগা শোয়ে শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামী বেশ কিছু বিধায়ক,সাংসদসহ বিভিন্ন জেলার নেতারা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন । তার মধ্যে রয়েছেন বর্ধমান পুর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ, মন্তেশ্বর ও কালনার বিধায়ক । এরপর পুর্ব বর্ধমান থেকে কে ? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘বছরটা শেষ হতে দিন অনেক কিছু দেখতে পাবেন।’
সোমবার রাতে কাটোয়ায় আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । কাটোয়া শহরের টেলিফোন ময়দানের একটি গেস্ট হাউসে তিনি রাত্রিবাস করেন । মঙ্গলবার সকালে গৌরাঙ্গবাড়িতে পুজো দেওয়ার পর পুরোসভা মোড়ের একটি চায়ের দোকানে ‘চায় পে চর্চায়’ অংশগ্রহন করেন । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর্ব বর্ধমানে সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । সাংবাদিকদের সঙ্গে প্রশ্ন-উত্তর শেষে তিনি কেতুগ্রামের কাঁদরা ও পুর্বস্থলীতে পরপর দুটি জনসভায় যোগ দেন ।।