এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ মার্চ : ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে সম্প্রীতির গান শোনালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । ফেসবুক পেজে তিনি লিখেছেন,”মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।” তিনি আরও লিখেছেন,’বাংলায়, বিশ্বাস গভীরভাবে ব্যক্তিগত, কিন্তু উৎসব সকলের। এখানে, আমরা একে অপরের আনন্দ, দুঃখ এবং ঐতিহ্যকে আমাদের নিজস্ব বলে আলিঙ্গন করি। প্রতি বছরের মতো, আজও কলকাতার রেড রোডে, আমি পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনে হাজার হাজার মানুষের সাথে যোগ দিয়েছি।’
তিনি কোনো রাজনৈতিক দলের নাম না করে নিশানা করেছেন,’উৎসবগুলি আমাদের সম্মিলিত শক্তি, সম্প্রীতির প্রতি আমাদের অঙ্গীকার এবং যারা আমাদের বিভক্ত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের প্রতিফলন। এমন কিছু শক্তি আছে যারা ফাটল তৈরি করতে চায়, নিজেদের স্বার্থের জন্য সম্প্রদায়গুলিকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চায়। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই: বাংলা ঘৃণা প্রত্যাখ্যান করে। আমাদের ভূমি অন্তর্ভুক্তির একটি আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন আমাদের বিভক্ত করার যেকোনো প্রচেষ্টার চেয়েও গভীর। যতক্ষণ আমরা ঐক্যবদ্ধ থাকব, কোন শক্তিই আমাদের ভেঙে ফেলতে পারবে না। মানবতা সর্বদা ঘৃণার উপর জয়লাভ করবে। আসুন আমরা এই বার্তাটি এগিয়ে নিয়ে যাই, শুধু আজ নয়, প্রতিদিন। সকলকে ঈদ মোবারক!’
আজ সোমবার কলকাতার রেড রোডে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আয়োজকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি আপনাদের পাশে আছি৷’ মালদার মোথাবাড়ি,মুর্শিদাবাদের নওগায় হিন্দুদের উপর হামলার অভিযোগের পর বিশেষ করে বিজেপি রাজ্যে সেনা মোতায়েনের দাবি তুলছে । এই প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মনিপুরে কি হচ্ছে ? উত্তরপ্রদেশে কি হচ্ছে ?’ রাজ্যের বিভিন্ন জেলায় সাম্প্রতিক দাঙ্গায় তিনি নাম না করে বিজেপিকে নিশানা করেন । পাশাপাশি সিপিএমকে নিশানা করে মমতা বলেন,’সিপিএম সেকুলারিজমের কথা বলে । আজ লাল ও গেরুয়া এক হয়ে গেছে । হতে দাও । হর ধর্ম কে লিয়ে হামারা জান কবুল হ্যায় ।’।

