এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ জানুয়ারী : কয়লা পাচার মামলায় অর্থপাচারের তদন্তে গত সপ্তাহে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটে বাড়ি ও সল্টলেকের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযান এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে “পেন ড্রাইভ ও ফাইল লুট”-এর অভিযোগ ঘিরে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া ইডি ও তৃণমূলের দায়ের করা মামলার শুনানি ছিল আজ বুধবার । বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি হয় । আইপ্যাক নিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইডি যে মামলাটি করেছে, আপাতত তার শুনানি মুলতুবি করা হয় । যেহেতু আইপ্যাক নিয়ে ইডি সুপ্রিম কোর্টে মামলা করেছে, সেখানে কী হয়, তা দেখার পর আবার হাইকোর্ট ইডির মামলা শুনবে। কিন্তু শাসদল তৃণমূল কংগ্রেসের মামলাটি সরাসরি খারিজ করে দিলেন বিচারপতি । কারন ইডি স্পষ্ট জানিয়েছে যে তারা কোনও নথি বা ডিভাইস বাজেয়াপ্ত করেনি ৷ আর ইডির এই দাবি মেনে নিয়েই তৃণমূলের দায়ের করা মামলা খারিজ করে দেয় আদালত ।
আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তৃণমূলের আইনজীবীদের মধ্যে যে তীব্র বাদানুবাদ দেখা যায় এজলাসে । তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয় যে, ইডি তাদের দলের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই আইনসম্মত নয়। অন্যদিকে ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে জানান যে আইপ্যাক সংক্রান্ত কোনো নথিই ইডি বাজেয়াপ্ত করেনি । তৃণমূল যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা । বরঞ্চ আইপ্যাকের নথি যদি কেউ বাজেয়াপ্ত করে থাকেন, তবে তা মমতা ব্যানার্জি । তাঁর দাবি, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেখানে পৌঁছে নথি ও ডিভাইস নিয়ে যান। বিচারপতি ঘোষের এদিনের পর্যবেক্ষণে স্পষ্টভাবে মন্তব্য করেন, যে আই-প্যাক বা প্রতীক জৈনের দফতর থেকে ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই তৃণমূলের আবেদন নিষ্পত্তি করে আদালত।
এদিকে এসভি রাজু এই মন্তব্যের পর তৃণমূলের আইনজীবী রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি ইডির আইনজীবীর “ভাষা ও দৃষ্টিভঙ্গি” নিয়ে প্রশ্ন তুলে বলেন যে কয়েক বারের নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা বলার সময় এজেন্সির আইনজীবীদের ন্যূনতম শিষ্টাচার বজায় রাখা উচিত ।
এর আগে তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানির কথা ছিল গত শুক্রবার দুপুর ২.৩০ নাগাদ । কিন্তু তৃণমূলের লোকজন ও তৃণমূলপন্থী আইনজীবীরা এজলাসে ব্যাপক সংখ্যায় ভিড় জমিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে শুনানি ভন্ডুল করে দেয় বলে অভিযোগ ।।

