এইদিন বিনোদন ডেস্ক,১৫ জুন : অভিনেতা ঋষভ শেঠি অভিনীত ও পরিচালিত ‘কানতারা-১’-এর দল একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছে। সহশিল্পী বিজু ভিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার দুই দিন পর, শুটিং চলাকালীন একটি নৌকা ডুবে যায়। বর্তমানে ‘কানতারা-১’ ছবির শুটিংয়ের শেষ ধাপ চলছে মস্তিকাট্টের মানি জলাধারে। শনিবার শুটিং চলাকালীন, ঋষভ শেঠি সহ ৩০ জন শিল্পীকে বহনকারী একটি নৌকা হঠাৎ ডুবে যায়।
সৌভাগ্যবশত, কেউ আহত হননি। সকল শিল্পী এবং টেকনিশিয়ান সাঁতরে তীরে উঠে আসেন। নৌকায় থাকা ব্যক্তিরা বেঁচে গেলেও, ক্যামেরা এবং অন্যান্য সেটের জিনিসপত্র ডুবে গেছে বলে জানা গেছে।
এই ঘটনার পর শুটিং সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একের পর এক ঘটনা ঘটতে থাকায় ছবির কলাকুশলীরা আতঙ্কিত বলে জানা গেছে। এর আগে, ম্যাঙ্গালোরের কাদরি বেরেবাইলের পাঞ্জুরলি দেবতা ঋষভ শেঠিকে সতর্ক করেছিলেন। এর পর আরও ঘটনা ঘটছে, তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ‘কান্তরা চ্যাপ্টার ১’ শিল্পী কেরালার ত্রিশুরের একজন মিমিক্রি শিল্পী বিজু ভিকে থির্থাহাল্লির আগুম্বে হোমস্টেতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । গত ১১ জুন “কাঁতারা চ্যাপ্টার ১” ছবির শুটিংয়ে অংশ নিতে আগুম্বে হোমস্টেতে থাকাকালীন এই ঘটনা ঘটে।।