এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ মার্চ : সোমালি জলদস্যুদের কবল থেকে এক্স-এমভি রুয়েন জাহাজের ১৭ ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা । পাশাপাশি ৩৫ জন জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে । ভারতীয় নৌবাহিনী একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানিয়েছে । উদ্ধার অভিযানটি ৪০ ঘন্টা ধরে চলে । আইএনএস কলকাতা ভারতীয় উপকূল থেকে প্রায় ২,৬০০ কিলোমিটার দূরে জলদস্যুদের কবলে থাকা জাহাজ রুয়েনকে আটকে দেয় এবং জলদস্যু জাহাজটিকে ক্যালিব্রেটেড অ্যাকশনের মাধ্যমে থামাতে বাধ্য করে।
ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার এবং এক্স-এমভি রুয়েনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুভদ্রা, হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স (এইচএএলইআরপিএ) ড্রোন, পি ৮ আই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট কাজে লাগানো হয় এবং মার্কস বাহিনীকে সি-১৭ বিমান দ্বারা রুয়েনে অবতারণ করা হয় । পরে, জাহাজটিতে থাকা অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ নিজেদের আয়ত্ত্বে নেয় ভারতীয় সেনা ।
এক্স-এমভি রুয়েনকে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর হাইজ্যাক করে সোমালি জলদস্যুরা । হুমকির দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে পরের দিন, ১৫ মার্চ ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ উদ্ধার অভিযানে পাঠানো হয়েছিল । শনিবার এক্স-এমভি রুয়েনের অবস্থান জানতে পেরে অভিযানে নামে ভারতীয় নৌসেনা । জাহাজে থাকা জলদস্যুদের ভারতীয় নৌবাহিনী অবিলম্বে আত্মসমর্পণ করার এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা বেসামরিক নাগরিকদের ছেড়ে দেওয়ার আহ্বান জানায় । শেষ পর্যন্ত জলদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয় ।।