এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ এপ্রিল : আজ বুধবার সংসদে ওয়াক্ফ সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার । বর্তমানে এ নিয়ে বিতর্ক চলছে সংসদে । বিরোধী দলগুলি ওয়াকক সংশোধনী বিলের প্রবল বিরোধিতা করেছে । বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জীর বক্তব্যের ক্লিপিংসগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । তার মধ্যে একটি ভিডিও ক্লিপিং এক্সে শেয়ার করে রাজ্য বিজেপির যুব মোর্চার নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন,’ওয়াক্ফ সংশোধনী বিরোধিতায় তৃণমূলের মুখোশ উন্মোচিত ! মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ওয়াক্ফ সংশোধনী আইনের বিরোধিতা এখন প্রকাশ্যে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে প্রশ্ন তুলেছেন, কেন ধারা ৪০ বাতিল করা হল?’
তিনি আরও লিখেছেন,’কী ছিল এই ধারা ৪০? এই ধারা ওয়াক্ফ বোর্ডকে একতরফাভাবে যে কোনো সম্পত্তিকে “ওয়াক্ফ সম্পত্তি” ঘোষণার ক্ষমতা দিত, শুধুমাত্র তাদের নিজস্ব বিশ্বাস ও মূল্যায়নের ভিত্তিতে। প্রস্তাবিত সংশোধনী এই বিতর্কিত ধারা বাতিল করেছে, যা যুগ যুগ ধরে অগণিত আইনি লড়াইয়ের মূল কারণ ছিল। ওয়াক্ফ বোর্ড এতদিন বেপরোয়াভাবে শত শত বছরের মন্দির থেকে শুরু করে সরকারি জমি পর্যন্ত সবকিছুর ওপর দাবিদারি জানিয়েছে।মূলত, তৃণমূল সরকার ওয়াক্ফ বোর্ডকে তাদের বিশ্বস্ত লোকজন দিয়ে ভরিয়ে, হিন্দুদের এবং গরীব মুসলিমদের সম্পত্তি বেআইনিভাবে দখল করতে চাইছিল!’
এদিকে মহারাষ্ট্রে মুম্বাই থেকে একটা চমপ্রদ ঘটনা সামনে এসেছি৷ টাইমস অ্যালজেরা একটি ভিডিও ও কয়েকটি ছবি পোস্ট করেছে৷ ভিডিওতে দেখা গেছে বোরখা পরা মহিলারা ওয়াক্ফ সংশোধনী বিলের সমর্থনে লেখা পোস্ট তার হাতে নিয়ে “নরেন্দ্র মোদী” জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন৷ পাশাপাশি ছবিগুলোতে দেখা গেছে মুসলিম ব্যক্তি মিষ্টিমুখ করছেন এবং তাদের হাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সমর্থনে পোস্টার রয়েছে ।
টাইমস অ্যালজেবরা লিখেছে,’প্রধানমন্ত্রী মোদীর আরেকটি মাস্টারস্ট্রোক। লোকসভায় ওয়াকফ বিল পেশের পর মুসলিম সম্প্রদায় ব্যাপক উদযাপন শুরু করেছে। এমনকি মুম্বাইয়ে প্রধানমন্ত্রী মোদীর সমর্থনে এবং ধন্যবাদ জানাতে বেশ কয়েকজন মুসলিম মিষ্টি বিতরণ করছেন। বিলের প্রতি সমর্থন জানাতে কিছু মুসলিম মুম্বাইয়ের একটি রেলস্টেশনের কাছে জড়ো হয়েছিল। স্বাধীন ভারতের জন্য অভূতপূর্ব মুহূর্ত!’

