এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৬ এপ্রিল : ‘কিষেণজির মৃত্যুর বদলা চাই’ পোস্টার পড়ল বাঁকুড়া জেলার সারেঙ্গায় । মঙ্গলবার সকালে বাঁকুড়ার সারেঙ্গার ভুসুদি গ্রাম ও গোয়ালডাঙা বাসস্ট্যান্ডে সাদা কাগজে লাল কালিতে লেখে দু’ধরনের পোস্টার নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের । একটি পোস্টারে লেখা হয়েছে, ‘মোদের নেতা কৃষানজীর মৃত্যুর বদলা চাই । বর্তমান সরকারের যে সব কর্মচারীরা দুর্নীতি করে চলেছে তাদের বলছি,তোমাদের সময় শেষ হয়ে গেছে । বলহরি হরিবোল । সিপিআই (মাওবাদী)।’
অন্য পোস্টারটিতে লেখা,’খেলা হবে,খেলা হবে । এবার তো আমরা খেলবো টিএমসি নেতাদের সঙ্গে । বলহরি হরিবোল । সিপিআই (মাওবাদী) ।’ এদিকে এই পোস্টারের কথা চাওড় হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।
প্রসঙ্গত,তৃণমূলের ভোটের শ্লোগান ‘খেলা হবে’কে হুমকির হাতিয়ার করেছে রাজ্যের মাওবাদীরা । মূলত রাজ্যের জঙ্গলমহল অধ্যুষিত জেলাগুলিতেই দেখা মিলছে এই সমস্ত পোস্টার । সপ্তাহের ঝাড়গ্রাম ব্লকের একাধিক জায়গায় দেখা গেছে মাওবাদীদের ‘খেলা হবে’ পোস্টার । আর এর ফলে হৃৎকম্প শুরু হয়ে গেছে তৃণমূল নেতাদের মধ্যে । ইতিমধ্যেই মাওবাদীদের ভয়ে নিরাপত্তা বৃদ্ধির আবাদেন জানিয়েছেন বাঁকুড়ার ৫-৬ জন তৃণমূল নেতা । ফের মাওবাদীদের এই প্রকার হুমকি পোস্টারের পর ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে শাসকদলের অন্দরে ।
এদিকে বাঁকুড়ার বারিকুল থানা এলাকায় মাওবাদী পোস্টার লাগানোর ঘটনায় রবিবার বীরভূমের বোলপুর থেকে দুই যুবককে গ্রেফতার করেছে বারিকুল থানার পুলিশ। সোমবার ওই দুই যুবককে খাতড়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে ।।