এইদিন ওয়েবডেস্ক,গাজিয়াবাদ,০৬ জুন : বারাণসীতে সিরিয়াল বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ওয়ালিউল্লাহ খানের ফাঁসির নির্দেশ দিল গাজিয়াবাদ জেলা আদালত । ২০০৬ সালের ৭ মার্চসন্ধ্যার দিকে দশ মিনিটের ব্যবধানে বারাণসীর সংকটমোচন মন্দির এবং বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে সিরিয়াল বিস্ফোরণ হয় । বিস্ফোরণে ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিল প্রায় ১০০ জন । গৌদালিয়া এলাকায় তৃতীয় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসবাদীদের । কিন্তু পুলিশ বোমাটি খুঁজে বের করায় আর বেশি ক্ষয়ক্ষতি এড়ানো সম্বব হয়েছিল । ঘটনার পর ৫ এপ্রিল প্রয়াগরাজ জেলার ফুলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল ওয়ালিউল্লাহকে। পরে ইউপি এসটিএফের এনকাউন্টারে একজন অভিযুক্ত নিহত হয় । বাকি অভিযুক্ত ঝাঁসি এলাকার বাসিন্দা মুস্তাকিম, জাকারিয়া ও শামীমসহ বেশ কয়েকজন সন্ত্রাসবাদীর এখনও নাগাল পায়নি উত্তরপ্রদেশ পুলিশ । পুলিশের খাতায় তারা ফেরার ।
উত্তরপ্রদেশ পুলিশ এই সিরিয়াল বিস্ফোরণের মামলার তদন্ত শেষে চার্জশিট বারাণসী জেলা আদালতে দাখিল করে । কিন্তু বারাণসী জেলার আইনজীবীরা এই মামলা লড়তে অস্বীকৃতি জানানোয় মামলাটি গাজিয়াবাদের জেলা আদালতে স্থানান্তরিত করা হয়েছিল । এরপর ২০১২ সালে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সরকার গঠিত হলে, সরকার ওয়ালিউল্লাহ খানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের চেষ্টা করেছিল । কিন্তু এলাহাবাদ হাইকোর্ট সরকারের এই প্রচেষ্টা রুখে দেয় । দীর্ঘ ১৬ বছর ধরে মামলার শুনানি পর্ব চলে । শেষে শনিবার ধৃত ওয়ালিউল্লাহকে দোষী সাব্যস্ত করে গাজিয়াবাদ জেলা আদালত । সোমবার সাজা ঘোষণা হয় ।।