এইদিন ওয়েবডেস্ক,মস্কো,০৭ মে : ইউক্রেনের বাখমুত শহরে চেচেন বাহিনীকে মোতায়েনের জন্য পুতিনের কাছে প্রস্তাব দিল রাশিয়ার ভাড়াটে সৈন্য বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন (Yevgeny Prigozhin) । শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে লেখা একটি চিঠিতে তিনি এই আবেদন জানিয়েছেন । প্রসঙ্গত,রমজান কাদিরভের চেচেন বাহিনীর নৃশংসতার কারনে বিশ্বজুড়ে এর কুখ্যাতি আছে । চেচেন যুদ্ধ ইউনিটকে আখমত ব্যাটালিয়ন বলা হয় । রাশিয়ার সমর্থনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রজাতন্ত্র চেচনিয়ায় বিগত দেড় দশক ধরে শাসন করছে কাদিরভ ।
প্রিগোঝিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা একটা চিঠিতে আবেদন জানান,‘আমি আপনাকে ১০ মে শুরু হওয়ার আগেই বাখমুতে ওয়াগনার আধাসামরিক ইউনিটের পরিবর্তে আখমত ব্যাটালিয়ন মোতায়েন করার জন্য একটি আদেশ জারি করতে অনুরোধ করছি । বাখমুতে যুদ্ধ করার জন্য পর্যাপ্ত গোলাবারুদের অভাব রয়েছে । সেই কারণে আমি আমার যোদ্ধাদের প্রত্যাহার করে নিতে বাধ্য হব ।’ ২০২২ সালের অক্টোবর থেকে প্রয়োজনীয় গোলাবারুদের মাত্র ৩২ শতাংশ সরবরাহ করা হয়েছে বলেও তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ।
উল্লেখ্য,বর্তমানে বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করছে ওয়াগনার বাহিনী। এর আগে শুক্রবার (৫ মে ২০২৩) প্রিগোঝিন রুশ প্রতিরক্ষামন্ত্রী এবং ইউক্রেনে রুশ বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভের উদ্দেশ্যে একের পর এক ভিডিও বার্তা দিয়েছিলেন । এই ভিডিওগুলোতে তিনি ইউক্রেন থেকে তার যোদ্ধাদের সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন ।
এদিকে কাদিরভ শুক্রবার জানিয়েছেন, তার বাহিনী বাখমুতে লড়াই করতে প্রস্তুত। তিনি ওয়াগনার বাহিনীর প্রশংসা করে বলেছেন, উভয় গ্রুপই পোপাসনা, সেভেরোদোনেতস্ক এবং লিসিচানস্কের সবচেয়ে কঠিন যুদ্ধে পাশাপাশি লড়াই করেছে। শনিবারের সকালে এক বার্তায়, প্রিগোঝিন কাদিরভকে ধন্যবাদ জানান। চেচেন বাহিনী বাখমুতকে নিঃসন্দেহে দখল করবে বলে আশা করেন তিনি ।।