এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,(পূর্ব বর্ধমান),৩০,মে : করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারে পথে নামল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা । প্রচারের পাশাপাশি সংস্থার তরফ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিলিও করা হচ্ছে । কাটোয়া থানার দাঁইহাটের নেতাজী সুভাষচন্দ্র স্কাউটস আ্যন্ড গাইডস গ্রুপ নামে ওই সংস্থার এই প্রকার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী ।
রবিবার সকালে দেখা গেল গৃহস্থবাড়ির দরজায় ঘুরে ঘুরে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার করছেন নেতাজী সুভাষচন্দ্র স্কাউটস আ্যন্ড গাইডস গ্রুপের সদস্য সদস্যরা । প্রচারেও অভিনবত্ব লক্ষ্য করা যায় । মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ওই সংস্থার সদস্য সদস্যাদের করোনা ভাইরাস সেজে দাঁইহাট পুর এলাকার প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে এদিন প্রচার করতে দেখা যায় ।
সংস্থার কর্মকর্তা কৌশিক মুখোপাধ্যায়, রাখি মণ্ডলরা বলেন, ‘এই অতিমারী পরিস্থিতির মধ্যেও কিছু মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে । তাই তাঁদের সচেতন করতে এদিন থেকে আমরা পথে নেমেছি । সামাজিক দূরত্ব বজায় রাখ ও মাস্ক-স্যানিটাইজার ব্যাবহারের গুরুত্ব কতটা তা মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় ।’ প্রচারের পাশাপাশি মাস্কবিহীন পথচারী মানুষদের মাস্ক পড়িয়ে দেন সুভাষচন্দ্র স্কাউটস আ্যন্ড গাইডস গ্রুপের সদস্য ও সদস্যারা । এছাড়া সংস্থার তরফ থেকে এক বোতল করে স্যানিটাইজারও বিলি করা হয় ।।