এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৯ সেপ্টেম্বর : বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পথ কুকুরদের জন্য
অ্যান্টি- র্যাবিস টিকাকরনের(Anti-rabies vaccine) উদ্যোগ নিল বর্ধমান শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা । বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামে ওই সংস্থার উদ্যোগে ও একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার সহযোগিতায় মঙ্গলবার নার্স কোয়ার্টার, সুভাষ পল্লি,পাওয়ার হাউস পাড়া,রাজ কলেজ সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে পথ কুকুর ও বিড়ালদের টিকাকরন করা হয় । এই বিশেষ ক্যাম্পে উপস্থিত ছিলেন দুই পশু চিকিৎসক ডঃ জয়ন্ত ঘোষ ও ডঃ মুর্শিদ আলিসহ বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্যরা ।
সংস্থার সভাপতি ডঃ তথাগত ঘোষ জানিয়েছেন, নিয়মিত পথ কুকুরদের টিকাকরনের কারনে বছর চারেক আগেও বর্ধমান শহরে সেভাবে জলাতঙ্কে আক্রান্ত হতেন না । কিন্তু ইদানিং ফের কুকুরে কামড়ের কারনে জলাতঙ্কের সংক্রমনের খবর পাওয়া যাচ্ছে । তাই ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবসের দিন তাঁরা পথ কুকুরদের অ্যান্টি- র্যাবিস টিকাকরনে উদ্যোগী হয়েছেন ।
সংস্থার এক সদস্য অর্নব দাস জানিয়েছে,মোট ১৫০ কুকুর ও ৮ টি বিড়ালকে অ্যান্টি- র্যাবিস টিকাকরন করা হয়েছে । এছাড়া কুকুরদের আলাদা করে ডিএইচপিপিআইএল ভ্যাকসিন দেওয়া হয়েছে । তিনি বলেন, ‘সাধারনত পথ কুকুর ক্যানিন ডিস্টেম্পার ভাইরাস(canine distemper virus), অ্যাডিনোভাইরাস (adenovirus), ক্যানিন প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস ( canine parainfluneza virus),ক্যানিন পারভোভাইরাস (canine parvovirus) প্রভৃতির সংক্রমনে মারা যায় । ডিএইচপিপিআইএল ভ্যাকসিন কুকুরদের ওই সমস্ত রোগের প্রকোপ থেকে রক্ষা করে । ভ্যাকসিনটি যথেষ্ট দামি ।’ তিনি জানিয়েছেন,ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থার তরফ থেকে এআরভি দেওয়া হয়েছে । আর যাবতীয় ডিএইচপিপিআইএল ভ্যাকসিন দান করছেন সংস্থার সভাপতি ডঃ তথাগত ঘোষ ।।