দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৮ সেপ্টেম্বর :সিপিএমের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের (DYFI) উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল পূর্ব বর্ধমান জেলার ভাতারে । ভাতার বাজারে সিপিএমের ব্লক কার্যালয়ের মধু রায় স্মৃতি ভবনে রক্তদান শিবিরটির ব্যবস্থা করা হয়েছিল । ডিওয়াইএফআইয়ের ৭ জন মহিলা ও পুরুষ কর্মীসহ মোট ৬৪ জন এদিন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেছেন বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে । পরে ওই ৬৪ ইউনিট রক্ত ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয় ।
এদিন দলীয় পতাকা উত্তোলন এবং শহিদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করা হয় । শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের ভাতার ১ আঞ্চলিক কমিটির সম্পাদক শুভাশীষ মিত্র,জেলা কমিটির সদস্য সজল মন্ডল, আঞ্চলিক কমিটির সদস্য শেখ সাদ্দাম, সিপিএম নেতা নজরুল হকসহ ছাত্র যুব নেতৃত্ববৃন্দ । শুভাশীষ মিত্র জানিয়েছেন, আসন্ন উৎসবের মরশুমে রক্তদান শিবির কম হয় । ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান কম থাকে । তাই এদিন সংগঠনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে । আগামী দিনেও রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান ।।