আজিজুর রহমান,বর্ধমান,১৩ জুন : বিধানসভার ভোটপর্ব মিটতে না মিটতেই করোনার দ্বিতীয় ঢেউয়ের কারনে শুরু আংশিক লকডাইন । ফলে কয়েক মাস ধরে রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি বিভিন্ন রাজনৈতিকদল ও সংস্থা সংগঠনগুলি । এদিকে রক্তদান শিবির না হওয়ায় কার্যত রক্তশুন্য হয়ে পড়েছে হাসপাতালের ব্লাডব্যাঙ্কগুলি । আপতকালীন পরিস্থিতিতে রক্তের প্রয়োজন হলে বিপাকে পড়তে হচ্ছে রোগীর আত্মীয়দের । এই পরিস্থিতিতে স্থানীয় ব্লাডব্যাঙ্কে রক্তের জোগান স্বাভাবিক রাখতে পূর্ব বর্ধমান জেলার বুদবুদ গ্রাম তপশিলি যুব সম্প্রদায়ের উদ্যোগে ও গলসি-১ ব্লকের বুদবুদ অঞ্চল তৃণমুল কংগ্রেস সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল । রবিবার বুদবুদ মহাকালি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন তৃনমুল কর্মী ও সমর্থক স্বেচ্ছায় রক্তদান করেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ।
এদিনের রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গলসির বিধায়ক নেপাল ঘরুই । বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সহ সভাপতি জাকির হোসেন, রাজ্য তৃণমুল কংগ্রেস এসসি সেলের সদস্য সুন্দরলাল পাসোয়ান, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চট্টোপাধ্যায়, গলসি-১ ব্লক তৃণমূল যুব সভাপতি পারর্থ সারথী মন্ডল, ব্লক ছাত্র পরিষদের সভাপতি তাপস সোম, বুদবুদ গ্রাম পঞ্চায়েত প্রধান শুভ্রা ভট্টাচার্য,উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুসহ অঞ্চলের তৃণমূল নেতা ও কর্মীরা । ব্লাডব্যাঙ্কে রক্তের জোগান স্বাভাবিক রাখতে নিয়মিত ব্যাবধানে রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ।।