শেখ মিলন,বর্ধমান,০৮ জুন : একদিকে চলছে আংশিক লকডাউন । তার উপর গরম পড়ে যাওয়ায় বন্ধ রয়েছে রক্তদান শিবির । ফলে রক্ত সংকটে ভুগছে ব্লাডব্যাঙ্কগুলি । এদিকে ব্লাডব্যাঙ্কে রক্ত না পেয়ে চুড়ান্ত নাকাল হতে হচ্ছে রোগীর আত্মীয়দের । এই পরিস্থিতিতে কিছুটা সুরাহা দিতে রক্তদান শিবিরের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-১ ব্লকের ক্ষেতিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেস । মঙ্গলবার তৃণমূলের দলীয় কার্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় ৭০ জন তৃণমূল কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন । বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা এসে রক্ত সংগ্রহ করে নিয়ে যান ।
এদিন প্রথমে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় । পরে ক্ষেতিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাতার বিধানসভার নবনির্বাচিত বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে সম্বর্ধনা জানানো হয় । উপস্থিত ছিলেন বর্ধমান-১ ব্লকের সভানেত্রী কাকলি গুপ্ত তা, যুব সভাপতি মানস ভট্টাচার্য,অঞ্চল সভাপতি অশোক দত্ত, ক্ষেতিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি জিন্নাত আলী সেখসহ বিশিষ্টজনেরা ।।