এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৭ মার্চ : ১৯৯০ সালে কাশ্মীরি হিন্দুদের গণহত্যার উপর ভিত্তি করে তৈরি
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’
বক্স অফিসে অকল্পনীয় পারফর্ম করছে । শীঘ্রই ছবিটি একশ কোটি টাকার ক্লাবে প্রবেশ করতে চলেছ বলে আশা করা হচ্ছে । ১১ মার্চ সিনেমা ঘরে মুক্তি পায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ । সমসাময়িক কালে মুক্তি পেয়েছে প্রভাসের ‘রাধে শ্যাম’ এবং আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র মতো বিগ বাজেটের ছবি । তা সত্ত্বেও ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর উপর কোনও প্রভাব পড়েনি । ছবিটি দেখার জন্য প্রতিদিন প্রচুর মানুষ প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন । ষষ্ঠ দিনে সর্বোচ্চ আয় করেছে ছবিটি । ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী এবং পল্লবী জোশী প্রভৃতি তারকারা ।
বক্স অফিসে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সাফল্যকে রেকর্ড-ব্রেকিং হিসাবে বিবেচনা করা যেতে পারে । কারন ৩.৫৫ কোটি টাকা দিয়ে শুরু করার এক সপ্তাহ পরে অতীতে কোনো ছবি বক্স অফিসে সেঞ্চুরি করতে পারেনি । সেখানে এই ছবিটি পঞ্চম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ১৮ কোটি টাকা আয় করেছে । ষষ্ঠ দিনের আয় ১৯.৩০ কোটি টাকা । এযাবৎ ৭৯.৫০ কোটি টাকা আয় করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ । বিবেক অগ্নিহোত্রীর ছবির দ্বিতীয় সপ্তাহের সংগ্রহ এই সপ্তাহে ছবির আয়ের চেয়ে বেশি হবে বলে আশা করা হচ্ছে । তিনি বলেন,’আমরা নিশ্চিত যে এটি শীঘ্রই একশ কোটি টাকার ক্লাবে প্রবেশ করবে ।’
এদিকে সাতটি রাজ্য ‘দ্য কাশ্মীর ফাইলস’ ফিল্মটিকে করমুক্ত ঘোষণা করার পর ছত্তিশগড়ের কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাতীয় স্তরে ফিল্মকে করমুক্ত ঘোষণা করার আহ্বান জানিয়েছেন । তিনি প্রধানমন্ত্রীকে এই ছবির উপর কেন্দ্রীয় জিএসটি অপসারণ এবং এটিকে সমগ্র ভারতে করমুক্ত ফিল্ম করার জন্য অনুরোধ করেছেন । ভূপেশ বাঘেল টুইটারে লিখেছেন,’বিজেপি বিধায়করা দাবি করেছেন যে ‘কাশ্মীর ফাইলগুলি’ করমুক্ত করা হোক। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি এই ফিল্ম থেকে কেন্দ্রীয় জিএসটি তুলে নেওয়ার ঘোষণা করুন । সারাদেশে ছবিটি করমুক্ত থাকুক ।’।