এইদিন স্পোর্টস নিউজ,০৪ মার্চ : চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ আইসিসি ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের(পিসিবি) প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক । এমনকি ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) বয়কটের জন্য অনান্য দেশগুলির কাছে আবেদনও জানান তিনি । এবারে ইনজামামের সুরে সুর মেলালেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ব্যাটসম্যান ভিভ রিচার্ডস৷ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে বাড়তি সুবিধা কেন দেওয়া হচ্ছে বলে তিনি আইসিসি-এর দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ।
চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে গত রবিবার ভারতের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। ওই ম্যাচের ওপর নির্ভর করছিল সেমিফাইনালের সমীকরণ। ফাইনালে ওঠার লড়াইয়ে রোহিত শর্মা-বিরাট কোহলিদের প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার আগেই দুবাইতে গিয়ে হাজির হয়েছিল অন্য দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা।ম্যাচটাতে ভারত জেতায় শেষ চারে কোহলিরা খেলবেন অজিদের বিপক্ষে। আর নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল খেলতে আবারও পাকিস্তানে ফেরত যেতে হয়েছে সাউথ আফ্রিকাকে। এমতাবস্থায় অভিযোগ তোলা হচ্ছে যে টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলোকে যখন একেকবার একেক ভেন্যুতে খেলতে হচ্ছে, এক শহর থেকে অন্য শহরে ছুটতে হচ্ছে, ভারত সেখানে একই হোটেলে থেকে একই কন্ডিশনে খেলছে। এক ভেন্যুতে খেলবে, সে উইকেট বিবেচনায় নিয়ে সেই হিসেবে দলও সাজিয়েছে ভারত। এমনকি ভারত ফাইনালে উঠলে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটাও হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে।
বৈশ্বিক টুর্নামেন্টে ভারতকে এমন সুবিধা দেওয়ার জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভিভ রিচার্ডস। এমন সূচি তৈরি করে কেন ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, আইসিসির কাছে সেটার ব্যাখ্যা চেয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
এর আগে ভারতকে এমন সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন ইনজামাম উল হক,নাসের হুসেইন, মাইকেল আথারটনের মতো প্রাক্তন ক্রিকেটাররা। সমালোচকদের তালিকায় ছিলেন সাউথ আফ্রিকার তারকা ক্রিকেটার র্যাসি ভ্যান ডার ডুসেনও। ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান কোনো রাখঢাক না রেখেই মন্তব্য করেছিলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে, এটা বুঝতে রকেট সায়েন্স জানতে হয় না।
এবার সেই তালিকায় যোগ হয়েছেন ভিভ রিচার্ডসও। এমন অদ্ভুতুড়ে সূচির জন্য আইসিসিকে দায়ী করে রিচার্ডস বলেছেন, ‘মানুষ যখন এটা (ভারত বাড়তি সুবিধা পাচ্ছে) নিয়ে কথা বলে, তখন তাদের একটা যুক্তি থাকতে পারে। আমার মনে হয় এটা (এমন সূচি) রাজনীতির কারণে হয়েছে- আমি রাজনৈতিক বিষয়টা নিয়ে কথা বলতে চাই না।’ ভিভ রিচার্ডস যোগ করেন, ‘তবে আমি বিশ্বাস করি, ক্রিকেট পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, সেই আইসিসি-ই এই সমস্যা করেছে বলে আমার মনে হয়।’ ভারতকে এমন সুবিধা দেওয়ার ব্যাপারে আইসিসির ব্যাখ্যাও চেয়েছেন ভিভ, ‘আমি চাই, তারা (আইসিসি) এটার একটা ব্যাখ্যা দিক। কেন? তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে এখন কেন এমনটা হচ্ছে?’ তিনি যোগ করেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, খেলাধুলা এমন কিছু, যা আমাদের সবাইকে একত্রিত করতে পারে। সেটা হোক ভক্ত কিংবা শত্রু।’।