দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২১ অক্টোবর : আলো আঁধারি ছোট্ট সরু গলিপথ । দু’পা যেতেই ভেসে আসছে হাড়হিম করা আর্তনাদ । কিছুটা এগুতেই ঝোপ জঙ্গল ঘেরা অন্ধকার জায়গা । জঙ্গলে ঢুকতেই লাল, নীল,হলুদ আলোর ঝলকানি ভরা এক ভয়ার্ত পরিবেশ। কিছু বুঝে ওঠার আগেই জঙ্গলের ভিতর থেকে ছুটে আসে সাদা কাপড় পরিহিত দুই প্রেত্নী । তার কিছুটা পাশেই জলন্ত চিতায় পুড়ছে একটা মৃতদেহ । চিতার পাশে বাঁশ হাতে দাঁড়িয়ে আছে একজন চন্ডাল । চিতার আশেপাশে কলকেতে একমনে টান দিচ্ছেন কয়েকজন ব্যক্তি । রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি ও নন্দী মহারাজ । জঙ্গলের একেবারে মাঝে ধ্যানমগ্ন এক সাধক । তার সামনে বসে আছেন সাধকের এক অনুগামী । উলটো দিকে মন্দির, মন্দিরের ডান পাশে আর এক সাধক রয়েছেন ধানমূদ্রায় । তার সামনে জ্বলছে ধুনি । শেষে মন্দিরের ভিতরে চোখ বোলাতেই দর্শন পাওয়া যাবে জীবন্ত মা তারার । সামগ্রিকভাবে তারাপীঠের মহাশ্মশানের মত অনুভূতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে । পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের উদয় সংঘের এবারের দুর্গোৎসবে ‘তারাপীঠের মহাশ্মশান’ থিমে জীবন্ত মা তারার দর্শন পেতে কাতারে কাতারে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন । আজ মহাসপ্তমীর দিন সন্ধ্যা থেকেই উদয় সংঘের পূজো প্রাঙ্গনে প্রচুর দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় ।
দেখুন ভিডিও 👇
পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে সর্বসাকুল্যে রয়েছে ৬ থেকে ৭ টি সার্বজনীন পূজো কমিটি । এর বাইরে আরও কিছু পারিবারিক পূজো হয় । সার্বজনীন পূজো কমিটিগুলির মধ্যে উদয় সংঘ, অগ্রগামী সংঘ ও শান্তিশ্রী ক্লাব মূলত থিমের পূজো করেন । তবে উদয় সংঘের দূর্গাপূজো ঘিরে ভাতার ছাড়াও আশপাশের বলগোনা,কুলচন্ডা, কুলনগর, কাঁটার, পালাড় সহ একাধিক গ্রামের বাসিন্দাদের মধ্যে আগ্রহ বেশি থাকে । কারন শারদোৎসবের দিনগুলিতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান । পাশাপাশি ক্লাবের নিজস্ব মন্দিরের সামনে ভাতার-মালডাঙ্গা সড়ক পথের দু’ধারে বসে মেলা । মেলায় রয়েছে রেস্টুরেন্ট,খেলনা,নকল গহনা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর অগনিত দোকান । শিশুদের বিনোদনের জন্যও রয়েছে নাগরদোলাসহ বিভিন্ন ব্যবস্থা । ফলে দূর্গাপূজোর দিনগুলিতে সন্ধ্যা থেকে থাকে প্রচুর ভিড় । কিন্তু এবারে আর্থিক কারনে পূজো কমিটিগুলির থিমে কিছুটা হলেও জৌলুস কম লক্ষ্য করা গেছে । তবে স্বল্প বাজেটের মধ্যে ‘তারাপীঠের মহাশ্মশান’ থিম করে নজর কেড়েছে উদয় সংঘ । নবদ্বীপ থেকে এসেছেন শ্মশানের শিল্পিরা । থিম ছাড়াও ত্রোয়োদশী পর্যন্ত ক্লাবটি একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে ভাতার বাজারের ওই ক্লাবটি ।
উদয় সংঘের সহ সম্পাদক বিল্টু হাজরা বলেন, ‘এবারে আমাদের পূজো ৫৮ তম বর্ষে পদার্পন করল,বাজেট ৩ লাখ টাকা । পঞ্চমীর দিন আমরা পূজোর উদ্বোধন করি । ওইদিন এলাকার মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়েছে । ষষ্ঠীর দিন হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল । দ্বাদশীর দিন অর্কেস্ট্রে এবং ত্রয়োদশীর দিন অন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে ।’ এর পাশাপাশি ওই দিনগুলিতে ‘তারাপীঠের মহাশ্মশান’ থিম প্রদর্শন হবে বলে জানিয়েছেন তিনি ।।