এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১৬ জুন : ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেই কিয়েভ সফর করল জার্মান-ফরাসি-ইতালির রাষ্ট্রপ্রধানরা । জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ (German Chancellor Olaf Scholz), ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ (French President Emmanuel Macron) এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি (Italian Prime Minister Mario Draghi) বুধবার রাতে তাঁরা ট্রেনে চড়ে বৃহস্পতিবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান । ইউরোপের তিন শীর্ষ নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন । তিন রাষ্ট্রপ্রধান রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনীয়দের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ইউক্রেনকে প্রয়োজনীয় সমস্ত অস্ত্র সরবরাহ করার আশ্বাস দিয়েছেন । এর প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে,’পশ্চিমি দেশের অস্ত্রের মতই তিন দেশের রাষ্ট্রপ্রধানের বক্তব্য ‘অকেজো’ ।
প্রসঙ্গত,জার্মানি, ফ্রান্স ও ইতালির রাষ্ট্রপ্রধানরা এমন এক সময়ে ইউক্রেনে সফর করছেন যখন ইউক্রেনে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে ।জার্মানির বিরুদ্ধে অভিযোগ রাশিয়ার সাথে তাদের পুরানো সম্পর্কের কারনে ইউক্রেনকে সাহায্য করা থেকে বিরত থাকছে । এনিয়ে ইউক্রেনীয়দের ক্ষোভ রয়েছে ফ্রান্স ও ইতালির বিরুদ্ধেও । যদিও ইউরোপীয় দেশগুলি, বিশেষ করে ন্যাটোতে জড়িত দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে ক্রমাগত অস্ত্র ও নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে । আমেরিকাও ইউক্রেনে প্রতিনিয়ত সাহায্য পাঠাচ্ছে । তবে ইউক্রেন কিছু ক্ষেত্রে সাফল্য পেলেও তবে এখনও পর্যন্ত পাল্লা ভারি রাশিয়ার দিকেই ।।