এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১০ জুলাই : রাতের অন্ধকারে জঙ্গলের পাশে রাস্তায় গাড়িতে বসে এক তৃণমূল নেতা ও বিজেপির এক নেত্রীর ‘মদের আসর’ এর ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে উত্তরবঙ্গের সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলগুলিকে । বলা হচ্ছে যে স্থানীয় বাসিন্দারা ওই গাড়িটিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ‘মদের আসর’ বসানোর বিষয়টি জানতে পারে । দাবি করা হচ্ছে যে ওই তৃণমূল নেতা ও বিজেপি নেত্রী ছাড়াও আরো বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিল।
ধুবগুড়ি এক্সপ্রেস নামে একটি ফেসবুক চ্যানেলের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, গাড়ির ভিতরে রয়েছে একটি মদের বোতল । এবং বিজেপি নেত্রীর সামনে একটি প্লাস্টিকের গ্লাসে মদ ভর্তি করা অবস্থায় দেখা যায় । যিনি ঘটনাটি রেকর্ড করেছিল তিনি জিজ্ঞেস করেন,’এত রাতে এখানে কি করছেন ? এটা কি আড্ডার জায়গা ?’
সেই সময় বিজেপি নেত্রী মদের গ্লাস থেকে সরিয়ে রাখেন । তখন ওই ব্যক্তি ফের বলেন, ‘আপনারা জঙ্গলে বসে মাল খাচ্ছেন ?’
তিনি নেতাকে জিজ্ঞেস করেন,’এত রাতে এখানে কি করছেন ? গাড়ির ভেতরে মহিলাটা কে ?’
যদিও নেতা তার কোন উত্তর দেয়নি । এরপর গাড়ির ভিতরে বসে থাকার শাড়ি পরা মহিলাকে ওই ব্যক্তি জিজ্ঞেস করেন,’কোথায় বাড়ি আপনার ?’
মহিলা বলেন,’ক্রান্তিতে বাড়ি আমার ।’
তাকে জিজ্ঞেস করা হয়,’এত রাত্রে জঙ্গলের পাশে কি করছেন ?’
মহিলা বলেন : ‘আমরা কি একসাথে বসতে পারিনা ?’
তখন তাকে জিজ্ঞেস করা হয় : ‘এটা কি বসার জায়গা ? ডাকুন কাকে ফোন করবেন । আবার রাতে রাস্তার পাশে বসে মাল খাচ্ছে ।’
মহিলা বলেন : ‘তাকে অসুবিধা কি ?’
তখন ওই ব্যক্তি কাউকে বলেন “লোক ডাকতো । রাত ১১ টার সময় মহিলা নিয়ে এখানে মাল খাচ্ছে ।’ মহিলা তখন মদের গ্লাস থেকে নিচে নামিয়ে রাখেন এবং বলেন : ‘হতেই পারে।’ তখন ওই ব্যক্তি ফের বলেন, ‘না কখনোই হতে পারে না।’
উত্তর বাংলা নিউজ নামে একটা ফেসবুক চ্যানেলও একই কথা জানিয়েছে । চ্যানেলটি একই ভিডিও শেয়ার করে লিখেছে,গাড়িতে বসে নির্জন রাস্তায় দিব্যি মদ্যপান ,তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গে বিজেপি সভানেত্রী। গাড়িতে বসে নির্জন রাস্তায় দিব্যি মদ্যপান করছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি মহিলা সভানেত্রী সঙ্গে ছিলেন আরো দুইজন ব্যক্তি, যদিও জেলা সভানেত্রী জানিয়েছেন পুরো বিষয়টাই চক্রান্ত করে ফাঁসানো হয়েছে । ভিডিওর সত্যতা যাচাই করেনি উওর বাংলা নিউজ ।’
ধুবগুড়ি এক্সপ্রেস জানিয়েছে, জলপাইগুড়ি জেলার বৈকন্ঠপুর বনবিভাগের জঙ্গল লাগোয়া গজলডোবা যাওয়ার রাস্তার পাশে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়কে একটি গাড়ির পাশে(WB 72 Y 6119) দাঁড়িয়ে রয়েছেন । তখন গাড়ির পিছনের সিটে বসে ছিলেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বনিক ।।
ছবি : ভিডিও থেকে স্ক্রীন শর্ট নেওয়া৷

