এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১০ ফেব্রুয়ারী : গোপালগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২ দিন পর খাল থেকে বিপুল মন্ডল (৪৪) নামে এক হিন্দু জেলের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়ায় উপজেলার গচাপাড়া খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বিপুল মন্ডল উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবুল কালাম আজাদ বলেন, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বিপুল। বাড়িতে না ফেরায় সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।পরের দিন রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ওই স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভূয়ারপাড় এলাকায় বিপুলের নৌকায় পরনের ভেজা কাপড়, বন্ধ মোবাইল ও টর্চ লাইট দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারাদিন খালের ওই স্থানে তল্লাশি চালিয়েও বিপুলের খোঁজ না পেয়ে উদ্ধারকাজ স্থগিত করে। অবশেষে আজ সকালে ওই খালে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ বিপুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অসুস্থতার কারণে নৌকা থেকে পড়ে জলে ডুবে বিপুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বলে ওসি জানান । যদিও তার এই দাবি মানতে চাননি মৃতের স্ত্রী মনি মন্ডল । তিনি বলেন,’আমার স্বামীর কোন রোগ ছিল না যে জলে পড়ে যাবে ।’ তার স্বামীকে খুন করে খালের জলে ফেলে দেওয়া হয়েছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন৷ পাশাপাশি পরিবারের একমাত্র উপার্জনক্ষমের এই প্রকার হঠাৎ মৃত্যু হওয়ায় দুই নাবালক ছেলেমেয়েকে নিয়ে তিনি কার্যত পথে এসে দাঁড়িয়েছেন । একদিকে স্বামীর শোক অন্যদিকে দুই নাবালক সন্তানের ভরনপোষণ কিভাবে করবেন, এই চিন্তায় কার্যত স্থবির হয়ে গেছেন সদ্য বিধবা হওয়া মনি মন্ডল ।।