এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৩ জুন : নিকাহ অনুষ্ঠানে মেয়েদের উত্যক্ত করায় তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে বাংলাদেশে । দু’পক্ষের মধ্যে ভাঙচুরের পাশাপাশি দেদার গোলাগুলি বোমাবাজি হয় ৷ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে । আহতদের মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশের মাদারীপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ।
জানা গেছে,বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা ও উত্তর খাগছাড়া গ্রামের মধ্যে এই ঘটনা ঘটে। বুধবার রাতে উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচগান চলছিল। সেখানে স্থানীয় ইউপি সদস্য সাগর বেপারীর (সাগর মেম্বার) গ্রুপ ও হাকিম কাজীর গ্রুপের কিশোররা অংশ নেয়। ওই সময় উপস্থিত মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর পরদিন বিকেলে উত্তর খাগছড়া নতুন বাজারে দুই পক্ষের মধ্যে সালিশি সভা বসে। সালিশি চলাকালীন উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায় । দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে ব্যাপক গোলাগুলি ও বোমাবাজি । অন্তত ১৫টি দোকান ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে রয়েছে, সুচিয়া ভাঙ্গা গ্রামের আলামিন সন্ন্যামাত, জামাল ঢালী, অলিল ঢালী, শাহ আলম সন্ন্যামাত এবং উত্তর খাগছাড়া গ্রামের রেজাউল চৌকিদার, কাওসার তালুকদার, কামাল হোসেন, সাব্বির শিকদার, শুভ কাজী, রোমান কাজী, আরিফ কাজী ও ইব্রাহিম কাজী সহ অন্তত ১৫ জন।।

