এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ জুন : একটি জমির দখল নিয়ে তুমুল সংঘর্ষে জড়ালো পূর্ব বর্ধমান জেলার ভাতারে শাসকদল তৃণমূল কংগ্রেসের দু’গোষ্ঠীর লোকজন । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ভাতার থানার মোহনপুর গ্রামে । সংঘর্ষের ঘটনায় ১০-১২ জন আহত হয়েছে বলে খবর । আহতদের প্রথমে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো হয় । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ব্রজেন গোস্বামী,এককড়ি গোস্বামী,আমির মল্লিক, সেখ ঝন্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
সংঘর্ষে আহত চন্দন খাঁ বলেন,’মোহনপুর গ্রামের বাসিন্দা স্বর্গীয় জীবন সেনের ১০-১৫ বিঘা পরিমান একটি জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছে একই গ্রামের বাসিন্দা নয়ন সামন্ত,হালিম এবং রাজকুমাররা । বনপাশ মৌজার অন্তর্গত ওই জমিটি জীবন সেনের স্ত্রী রানু সেনের নামে নথিপত্র রয়েছে । রানুদেবী ক্যান্সার আক্রান্ত । গ্রামবাসীরা চাইছিল ওই অসুস্থ মহিলাকে জমিটি ফিরিয়ে দেওয়া হোক । তাই গ্রামবাসীদের পরামর্শে জমিটি পুনরুদ্ধারের উদ্দেশ্যে তিনি ট্রাক্টরে চাষ দিয়েছিলেন । আর সেই অপরাধে এদিন সকালে হালিম,আর নয়নের নেতৃত্বে ৪০-৫০ জন লেঠেলবাহিনী আমাদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে । আমাদের ১০-১২ জন আহত হয়েছে । রাহুল ঘোষালসহ দু’জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না ।’ যদিও অভিযুক্তদের পক্ষ থেকে কোনো মতামত পাওয়া যায়নি ।
দেখুন ভিডিও :
জানা গেছে,এদিন সকালে ওই জমির দখল নিয়ে তৃণমূলে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে মোহনপুর গ্রামে যায় ভাতার থানার পুলিশবাহিনী । পুলিশ গুরুতর আহত ব্রজেন গোস্বামী,এককড়ি গোস্বামী,আমির মল্লিক এবং সেখ ঝন্টুকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে আনে । বাকি আহতদের পরে হাসপাতালে এনে চিকিৎসা করানো হয় । আক্রান্তদের তরফ থেকে এনিয়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে ভাতার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো গ্রেফতারির খবর নেই বলে জানা গেছে ।।