এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১১ এপ্রিল : ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সাতগড় মৌলভী বাজার এলাকায় । সংঘর্ষের সময় গোলাগুলিও চলে । আবুল বশর নামে একজন বৃদ্ধ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । এছাড়া আহত হয়েছে আরও ৬ জন।লোহাগাড়া থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম খান জানিয়েছেন, বুধবার (১০ এপ্রিল ২০২৪) রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনার পর এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ ফেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, সাতগড় মৌলভী বাজার এলাকার সাতগড় শাহ আতাউল্লাহ হোছাইনি (রাহ.) কেন্দ্রীয় শাহী জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। মাস দুয়েক আগে মসজিদ কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে আহ্বায়ক ও চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীনকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়।
এরপর উভয়পক্ষকে পর্যায়ক্রমে এক সপ্তাহ করে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। চলতি সপ্তাহে যে পক্ষ দায়িত্ব পালন করছেন, তারা মসজিদে ঈদের জামাতের জন্য সকাল সাড়ে ৮ টা সময় নির্ধারন করে । বুধবার রাতে অন্যপক্ষ মসজিদে এসে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় করার কথা ঘোষণা করে দেয় । আর তা নিয়ে দু’পক্ষের বচসা থেকে হাতাহাতি এবং লাঠিসোঁটা, লোহার রড নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে । মুহুর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় । সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলিও চলে । আর তখন এক বৃদ্ধ গুলিবিদ্ধ হন । খবর পেয়ে পুলিশিবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুলিবিদ্ধ বৃদ্ধসহ বাকি ৬ আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । বৃদ্ধের শরীর ও মাথায় গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।।