এইদিন ওয়েবডেস্ক,পারাচিনার,২৯ অক্টোবর : একদিকে সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে যখন হামাসের পক্ষ নিয়ে গলা ফাটাচ্ছে পাকিস্তান, তখন অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার রাজধানী পারাচিনারে (PARACHINAR) বিগত ৫-৬ দিন ধরে ইসলামি শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে প্রবল সংঘর্ষ চলছে । সংঘর্ষে অন্তত ৩০ শিয়া মুসলমান নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে বলে সূত্রের খবর ।
জানা গেছে,কুররামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় স্কুল এবং ব্যবসা কেন্দ্রগুলি বন্ধ রয়েছে । ইন্টারনেট পরিষেবাও স্থগিত রাখা হয়েছে এবং অনেক রাস্তা যাতায়াতের জন্যও বন্ধ করে দেওয়া হয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে,দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটছে । তবে এই সংঘর্ষের কারন সম্পর্কে কিছু জানা যায়নি । পাকিস্তান সরকার ঘটনাটি আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।।